ধারাবাহিক শ্রী জগন্নাথ লীলা মহিমা। ♥ পর্ব ৯ ♥ আজকের লীলাঃ "পুরীতে দরিয়া বা বেড়ি হনুমান"

ধারাবাহিক শ্রী জগন্নাথ লীলা মহিমা।
 পর্ব ৯
আজকের লীলাঃ "পুরীতে দরিয়া বা বেড়ি হনুমান"


পুরী ধামে চক্রতীর্থের কাছে বেড়ি হনুমান মন্দির অবস্থিত। এখানে হনুমানের মূর্তি একটি বেড়ি দিয়ে আবদ্ধ করা হয়েছে। শ্রীজগন্নাথদেব হনুমানকে পুরীধাম রক্ষায় নিয়োজিত করেন, কেননা কখনো কখনো সমুদ্রের তরঙ্গ পুরীতে প্রবেশ করত এবং পুরীবাসীকে ভুগতে হত। সেজন্য জগন্নাথদেবের দ্বারা হনুমান এখানে পাহারায় নিযুক্ত হন যাতে সমুদ্র পুরী শহরে প্রবেশ করতে না পারে হনুমান তা দেখবেন।
একবার হনুমানের অযোধ্যা পরিদর্শনের জন্য ইচ্ছা হল। সুতরাং পুরীধাম পাহারার দায়িত্ব ফেলে ঐস্থান ত্যাগ করে হনুমান অযোধ্যা গেলেন। ফলে সমুদ্রের জল শহরে প্রবেশ করল এবং শহরবাসীদের খুব ভোগান্তি হতে লাগল। শ্রীজগন্নাথদেব হনুমানকে অযোধ্যা থেকে ফিরিয়ে আনলেন। তাঁকে এখানে বেড়ি দিয়ে আবদ্ধ করে রাখলেন এবং তাঁকে আজ্ঞা দিলেন যে, কখনো যেন সে এ-স্থান ছেড়ে না যায় এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করে।
যেহেতু হনুমান পুরী ধামকে মহাসাগর থেকে সুরক্ষিত রাখতে দরিয়ার (মহাসাগর) নিকটে অবস্থান করছেন, সেজন্য তিনি দরিয়া হনুমান নামেও খ্যাত।
আগামী পর্বে থাকছেবিমলা দেবীর মাহাত্ম্য
অনুগ্রহ করে আপনারা নিয়মিত এই শ্রী জগন্নাথ লীলা মহিমা পাঠ করে জগন্নাথের কৃপা লাভ করুন।
আমি নিতান্তই অজ্ঞ এক মানব, তাই পোষ্টে কোনো প্রকার ভুল ত্রুটি কৃপা করে ক্ষমার চোখে দেখবেন।

Post a Comment

0 Comments