আপনি জানেন কি, সর্বপ্রথম আইন অমান্য আন্দোলন কে করেছিলেন ?
উত্তর : শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু ।
মহাপ্রভু প্রতিদিন রাতে স্বপার্ষদ শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন । এতে তৎকালীন বহু পাষণ্ডী ব্রাহ্মণদের ঘুম হত না । তাঁরা সকলে নদীয়ার শাসন কর্তা চাঁদকাজীর কাছে, সর্বদা হরিনাম কীর্তনের শব্দ বিরক্তিকর ঙ্গানে ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করে । চাঁদকাজীও তাদের অভিযোগ মত ভক্তদের উপর নির্দেশ জারি করেছিল--
"হরি কীর্তন বন্ধ করে দাও । অন্যথায় উপযুক্ত দণ্ড পেতেই হবে ।"
ভক্তদের খোল ভেঙে দিয়ে ভয় দেখানো হল ।
তখন শ্রীগৌরঙ্গ মহাপ্রভু মহাসংকীর্তন দল গঠন করলেন চাঁদকাজীর আইনের বিরুদ্ধে এবং তিনি স্বয়ং এই আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে ছিলেন । বৃন্দাবনদাস ঠাকুর " শ্রীচৈতন্যভাগবত" এ এই আন্দোলনের খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন ।
এই আন্দোলন পরে অবশ্য চাঁদকাজী তাঁর ভুল স্বীকার করে নিয়ে সমগ্র পরিবার সহ মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে এবং মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে । বর্তমান সমাজ মহাপ্রভূর এই মিছিলকে অনুসরন করে প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিকের দল, বিভিন্ন সংগঠনগুলি নিজেদের দাবী মঞ্জুর করতে মিছিল করে থাকে ।
—
0 Comments