কোন্ পিতামাতা প্রকৃত পিতামাতা



কোন্ পিতামাতা প্রকৃত পিতামাতা

*••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈••••••••*

*❀বর্তমান সময়ে কিছু জড়বুদ্ধিসম্পন্ন,আত্ম তত্ত্বজ্ঞানহীন ব্যক্তিগণ বলে থাকেন,মাতাপিতাই আসল গুরু,তাদের ভক্তি করলে,তাদের সেবা করলে, তাদের সুখী করলে আর ভগবানকে পূজা করার দরকার নেই!মাতা পিতাকে ভক্তি করলে কোনও তীর্থে যাওয়ার দরকার নেই!এমনকি অনেকে বলে থাকেন যে,মাতাপিতার উপরে কোনও গুরু নেই,আর গুরু দীক্ষারও প্রয়োজন নেই!*

*🌼এইবার দেখি, আসলে এই কথাগুলো কতটা সত্য ও যুক্তিসঙ্গত।বেদের বর্ণনা অনুসারে "পুৎ"নামক একটি নরক রয়েছে,এই নরক থেকে যে 'ত্রাণ' করে তাকে বলা হয় 'পুত্র'।আর এইরকম পুত্র অথবা কন্যার শরীর ধারণ করে কখনো আমি কুকুর পিতামাতা পেয়েছিলাম,কখনো বা শূকর,বিভিন্ন হিংস্র বা নিরীহ পশু, সাপ,মাছ,সরীসৃপ,বৃক্ষ,কীট পতঙ্গ প্রভৃতি ৮০ লক্ষ প্রকার নিম্ন যোনীতে দেহ ধারণ করে সেই সেই শরীরের পিতা ও মাতা পেয়েছিলাম।আবারও মনুষ্য শরীর ধারণ করে পিতা মাতা পেয়েছি। তাহলে "কোন পিতা মাতা আমার প্রকৃত পিতামাতা"?*


  *সেই সে পরম বন্ধু,সেই পিতামাতা।*

  *শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেমভক্তি দাতা।।*

                      *(চৈঃচঃমধ্য)*

*🌼মনুষ্য জন্ম অতি দুর্লভ।এই দুঃখময় জড় সংসার থেকে মনুষ্য জন্মে যে পিতামাতা নিজেরা এবং তার সন্তানদের মুক্তির সন্ধান দিতে পারে না,তারা "আত্মহা"অর্থাৎ "আত্মঘাতী"।যারা স্বাভাবিক মৃত্যুর পূর্বে দেহকে নষ্ট করে তারা আত্মহত্যা করে না!আত্মহত্যা তারাই করছে যারা মনুষ্য জন্ম পেয়ে পরম পিতাকে ভজন ক'রে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভের প্রয়াস না ক'রে জড়বুদ্ধি সম্পন্ন মাতাপিতার নারকীয় সেবায় নিযুক্ত।*

*🌼শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে--*

     *ময়াকূলেন নবস্বতেরিতং।*

    *পুমান্ ভবাব্ধিং ন তরেৎ স আত্মহা।।*

                     *(ভাঃ ১১.২০.২৭)*

*🌼শ্রীচৈতন্য মঙ্গল শাস্ত্রেও বলা হয়েছে--*

  *সকল জন্মে পিতামাতা সবে পায়।*

  *কৃষ্ণ,গুরু নাহি মিলে,ভজহ হিয়ায়।।*

                   *(শ্রীচৈতন্য মঃমধ্য)*

 *🌼যে পিতামাতা তাঁদের সন্তানের কৃষ্ণভক্তিতে যুক্ত করেন,সেই পিতা মাতাই পূজনীয় ও ধন্য।*

*🌼আর বর্তমান কালে যে সন্তান জড়বুদ্ধিসম্পন্ন  পিতামাতার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ হয়ে তাদের দামী দামী গাড়ী,বিলাসবহুল বাড়ি,ফাইব স্টার হোটেলের রক্ত, মাংস, হাড়,পিত্ত নামক সুস্বাদু নারকীয় রাক্ষসের খাবার ভক্ষণ করিয়ে,নরম গতিতে শুইয়ে,দামী ফ্লাটে ফ্যানের তলায় ঘুম পাড়িয়ে স্থূলকায় করে সুখবিধান করার প্রয়াস করে মাতাপিতার সেবা করছি বলে লোক দেখাচ্ছেন।সেই সন্তান আর পিতামাতা উভয়েই নরকের যাত্রী! কারণ মুরগীর ফার্মে প্লোল্ট্রী মুরগীগুলো অত্যন্ত সুখে খাবার খেয়ে মোটা হয়,কিন্তু তাহলে ভবিষ্যত ঐ মুণ্ড কেটে গরম জলে ফুটিয়ে রাক্ষসরা ভোজন করে।তেমনি এইরকম সুখ যারা ভোগ করছে,সেই পিতামাতা আর সন্তান উভয়েই কুম্ভীপাক নামক নরকের গরম তেলের কড়াইতে ফুটন্ত তেলে ফুটতে থাকবে।*


*🌼তাই যে পিতামাতা "ছাড়িয়া অনাচার"--কৃষ্ণের সংসার তৈরী ক'রে কৃষ্ণ ভজন করছেন তারাই ধন্য ।সেই পিতামাতার চরণসেবা করলে ভগবানের সেবা হয়ে যায়!কারণ নীচ বংশেও যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়,তবে সেই বংশের পাপ সব নষ্ট হয়ে যায়।ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিলেন--"তোমার মতো ভক্ত পুত্র লাভ করে তোমার দুরাচারী পিতা সহ একুশ পুরুষ পর্যন্ত পাপ মুক্ত হয়ে নরক গতি থেকে উদ্ধার পেল।"*


    *যার বংশে বৈষ্ণবের হয় উতপতি*

    *হীন বা পামর কিবা দুষ্ট জাতি।।*

    *পবিত্র সকল কুল,বংশের উদ্ধার।*

   *সাধুসঙ্গে তরে সব পাপী দুরাচার।।*

               *(কৃষ্ণপ্রেমতরঙ্গিনী)*

*🌼পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন---*

*যান্তি দেবব্রতা দেবান্ পিতৃন যান্তি পিতৃব্রতাঃ।*

*ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্ যাজিনোঽপিমাম্।।*


*🌼অর্থাৎ "যারা দেবতার উপাসক,তারা দেবলোক প্রাপ্ত হবে,যারা ভূত-প্রেতের উপাসক,তারা ভূতলোকই লাভ করে;যারা পিতৃপুরুষের উপাসক,তারা অনিত্য পিতৃলোক লাভ করে;এবং যারা আমার উপাসনা করে,তারা আমাকেই লাভ করে।"(গীতা৯/২৫)*

------------------------‌‌‌------


*🌼জড়বুদ্ধিসম্পন্ন আমিষ ভক্ষনকারী,কৃষ্ণভজনহীন সন্তান লক্ষ কোটি বার শ্রাদ্ধ করে পিণ্ড দান করলেও কখনোই তার পিতামাতার আত্মার মুক্তিলাভ হয় না,যতক্ষণ পর্যন্ত না ঐ বংশে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ঐ বংশের সমস্ত পাপী আত্মা অনন্ত কাল পর্যন্ত নরকের বীভৎস যন্ত্রণা ভোগ করতে থাকবে।*

*হরিবোল 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇*

Post a Comment

0 Comments