শাস্ত্রে পাঁচ প্রকার সন্তানের কথা বলা আছে। সেগুলো কি কি?
উত্তরঃ ১) শত্রুজাত সন্তান, ২) ঋণজাত সন্তান, ৩) দুষ্কর্মজাত সন্তান, ৪) সু-সন্তান ও ৫) উদাসীন সন্তান।
১) শত্রুজাত সন্তানঃ এমন যদি কোন শত্রু থাকে, যে কোনো ভাবেই সেই শত্রুকে পরাজিত করা যাচ্ছেনা, শত্রুজাত সন্তান এসে সেই শত্রুকে পরাজিত করে পিতার প্রতিশোধ নিবেন।
২) ঋণজাত সন্তানঃ পিতার সমস্ত ঋণ শোধ করে দিবেন।
৩) দুষ্কর্মজাত সন্তানঃ এই সন্তান এমন সব কর্ম করবে যার জন্য লজ্জায় পিতামাতা কারো কাছে মুখ দেখাতে পারবেন না।
৪) সু-সন্তানঃ পিতামাতার বাধ্যগত সন্তান যিনি জাগতিক বস্তুর মাধ্যমে পিতামাতাকে সুখী করবে।
৫) উদাসীন সন্তানঃ ভক্ত সন্তান, যিনি পতিত পিতামাতাকে পূত নামক নরক থেকে উদ্ধার করবেন এবং ভগবত ধাম প্রাপ্তিতে সাহায্য করবেন।
উত্তরঃ ১) শত্রুজাত সন্তান, ২) ঋণজাত সন্তান, ৩) দুষ্কর্মজাত সন্তান, ৪) সু-সন্তান ও ৫) উদাসীন সন্তান।
0 Comments