শ্রীমতী রাধারাণীর পঁচিশটি প্রধান গুণ

 শ্রীমতী রাধারাণীর পঁচিশটি প্রধান গুণ 




১/তিনি অত্যন্ত মধুরা,

২/নবীন বয়স যুক্তা, 

৩/চঞ্চল নেত্রা,




৪/উজ্জ্বল হাস্যযুক্তা,

৫/সুন্দর সৌভাগ্য রেখা যুক্তা,

৬/সুগন্ধে কৃষ্ণোন্মাদিনী,

৭/সঙ্গীত প্রসারজ্ঞা,

৮/রমনীয় বাক বিশিষ্টা,

৯/নর্মগুণে পন্ডিতা,

১০/বিনীতা,

১১/পরম দয়াময়ী, 

১২/চতুরা,

১৩/কর্তব্য কুশলা,

১৪/লজ্জাশীলা,

১৫/সুমর্যাদা,

১৬/ধৈর্যযুক্তা,

১৭/গাম্ভীর্যময়ী,

১৮/সুবিলাসযুক্তা,

১৯/পরম উৎকর্ষে মহাভাবময়ী,

২০/গোকুল প্রেমের বসতি, 

২১/আশ্রয় জগৎ শ্রীণীর মধ্যে উদ্দীপ্ত যশযুক্তা,

২২/গুরুজনদের অধিক স্নেহের পাত্রী,

২৩/সখীদের প্রণয়ের বশীভূতা,

২৪/কৃষ্ণপ্রেমা রমণীদের মধ্যে প্রদান,

২৫/ও শ্রীকৃষ্ণ সর্বদা তাঁর বশংবদ।।।

Post a Comment

0 Comments