মহাপ্রসাদ গ্রহনের মন্ত্র
:
মহাপ্রসাদে গোবিন্দে,
নাম-ব্রহ্মনী বৈষ্ণবে।
স্বল্প-পুণ্য বতাং রাজন,
বিশ্বাস নৈব জায়তে।
শরীর অবিদ্যা-জাল,
জড়েন্দ্রীয় তাহে কাল;
জীবে ফেলে বিষয়-সাগরে।
তা'র মধ্যে জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি;
তা'কে জেতা কঠিন সংসারে ।।
কৃষ্ণ বড় দয়াময় , করিবারে জিহ্বা জয় ,
স্ব প্রসাদ -অন্ন দিলা
ভাই ।।
সেই অন্নামৃত পাও
রাধাকৃষ্ণ গুন গাও ,
প্রেমে ডাক চৈতন্য নিতাই
।।
0 Comments