শিকারী কুকুর

__শিকারী কুকুর__




এক রাখালের এক শিকারী কুকুর ছিল ।
একদিন রাখাল কুকুরটাকে সঙ্গে নিয় বাইরে বেরিয়েছিল ।
হঠাৎ শিকারি কুকুরটা একটা খরগোশকে পাশের একটা ঝোপের মধ্যে দেখতে পেল ।
আর দেখামাত্রই শিকারি কুকুরটা তাকে তাড়া করল ।
এবং খরগোশও কুকুরকে দেখতে পেয়েই দিল ছুট ।
কুকুর ও ছুটছে, খরগোশও ছুটছে ।
কিন্তু ছুটলে হবে কি !
খরগোশ চোখের নিমিষে কোথায়া যেন মিলিয়ে গেল ।
রাখালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতোক্ষনে সব দেখছিল ।
কুকুরটা খরগোশটাকে ধরতে পারল না দেখে সে তাকে ব্যঙ্গ করে বলল____খুব বাহাদুর, অমনি একটা ক্ষুদ্র জীব খরগোশ, তার সঙ্গেও ছুটে এঁটে উঠতে পারলে না তুমি?
কুকুরটি এই ঠাট্টা হজম করে হেসে উত্তর দিল, ভায়া বুঝলে না তো____ খরগোশটা ছুটেছিল প্রাণের দায়ে আর আমি ছুটেছিলাম শিকার করতে ।
তাই দুরকম ছোটায় বড় তফাৎ ।
এই জগতের মানু্ষ দিন রাত গাধার মত ছোটছে ইন্দ্রিয়ের দাসত্ব ও শিকারের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু মানুষের ভিতরে যে ভয় তৈরি হয় যখন ইন্দ্রিয় তৃপ্তির অন্তিমে শেষ সময়ে তখন প্রাণের ভয়ে শরশয্যা কাত্রাতে থাকে মৃত্যুর সময় বাচার জন্য।।। কিন্তু মৃত্যুকে জয় করার জন্য মৃত্যুর সঠিক পথ খোজে বের করতে হবে যা থেকে রহ্মা পাওয়া যাই ।।।

উপদেশ : ইন্দ্রিয় দাসত্ব চেয়ে সঠিক পথ খোজা প্রয়োজন অনেক বেশি।।

Post a Comment

0 Comments