একটি হাতি ও একটি কুকুর
একটি হাতি ও একটি কুকুর ঠিক একই সময়ে গর্ভবতী হলেন । ছয় মাস পর কুকুরটি ছয়টি কুকুর ছানা জন্ম দিল । ছয় মাস পর কুকুরটি আবার গর্ভবতী হলো এবং নয় মাস পর এটি আর এক ডজন কুকুর জন্ম দিল । এভাবে এই সংখ্যা ধারা চলতে থাকল ।
.
আঠারো মাসে কুকুরটি হাতিটিকে জিজ্ঞাসা করল – “তুমি কি সত্যিই নিশ্চিত তুমি গর্ভবতী? আমরা দুজনে একসঙ্গে গর্ভবতী হলাম, আমি এর মধ্যে তিন বার কয়েক ডজন বাচ্চা জন্ম দিলাম এবং তারা এখন অনেক বড় হয়ে গেল কিন্তু তুমি এখনও গর্ভবতী, আসলে কি তুমি গর্ভবতী?”
.
হাতি বলল - এখানে কিছু রয়েছে যা আমি তোমাকে বোঝাতে চাই । আমি যা গর্ভে ধারন করেছি তা কুকুর নয় হাতি । আমি দুইবছরে একবার জন্ম দান করি । যখন আমার শিশু জন্ম গ্রহন করবে তখন এই পৃথিবী তা বুঝতে পারবে, যখন আমার শিশু রাস্তায় হাঁটবে তখন মানুষ তাকে বিস্ময়ের সঙ্গে দেখবে, যা আমি গর্ভে ধারন করেছি তা সবার দৃষ্টি আকর্ষন করে । তাই আমি যা ধারন করেছি তা মহান এবং সাহসী ।
.
শিক্ষা – কখনও ভগবানের প্রতি বিশ্বাস হারাবে না যখন তুমি দেখবে অন্যেরা তাদের প্রার্থনার ফল পাচ্ছে । তুমি হতাশ হয়ো না । ভগবানের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস রাখ আর প্রার্থনা চালিয়ে যাও । যদি তুমি তোমার প্রার্থনার ফল নাও পাও হতাশ হয়ও না । নিজেকে বল – “আমার সময় আসছে ততদিন আমাকে ধৈর্য্য ধরতে হবে এবং যখন সেই সময় আসবে তখন সবাই প্রশংসায় মুখরিত করবে ।”
0 Comments