ভগবদ্-গীতা কেন আমাদের অনুশীলন করা উচিত? গীতা জয়ন্তি



ভগবদ্-গীতা কেন আমাদের অনুশীলন করা উচিত?



সকল প্রকার মঙ্গল জনক পরিবেশ আনয়ন করে
সকল প্রকার সংশয় দূর করে।
সকল প্রকার ইচ্ছা পূরণ করে।
________________________
যদি কোন ব্যক্তি ভগবদ্-গীতায়িত নীতিমালা গ্রহণ করে তবে সে তার জীবনকে পূর্ণাঙ্গ রূপ প্রদানে সক্ষম হন এবং জীবনের সকল প্রকার সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন। এটাই ভগবদ্-গীতার সারাংশ এবং বিষয়বস্তু।
উপসংহারে বলা যায়, ভগবদ্-গীতা হলো একটি অপ্রাকৃতিক সাহিত্য,যা সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করা উচিত।
 

উদাহরণস্বরূপ,ভ.গী.মানে ভগবদ্-গীতা এবং ২.২২মানে দ্বিতীয় অধ্যায়ের ২২নং শ্লোক। একই পদ্ধতি অবলম্বন করুন এবং সমাধানগুলি সন্ধান করুন। ________________________
১) কিভাবে সকল প্রকার উদ্বেগ ও শোক-সন্তাপ থেকে মুক্ত হওয়া যায়?(ভ.গী.২.২২)

২) কিভাবে স্থিতিশীল মন ও পারমার্থিক বুদ্ধিমত্তা অর্জন করা যায়,যার মাধ্যমে কোন ব্যক্তি শান্তি লাভ করতে পারেন? (ভ.গী.২.৬৬).

৩)কেন কেবলমাত্র ভগবান কে উৎসর্গকৃত ভক্ষসামগ্রী গ্রহণ করা উচিত?(ভ.গী.১৩.৩)

৪) নির্ধারিত দায়িত্ব পালন করার সময় আমাদের মনকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব?(ভ.গী.৩.৪৩.)

৫)কবে থেকে ভগবদ্-গীতার জ্ঞান মানুষের জন্য উপলব্ধ হয়েছে?(ভ.গী.৪.১.)

৬) কিভাবে জীবনের পরিপূর্নতা অর্জন করা সম্ভব?(ভ.গী.৪.৯.)

৭) ধর্ম, অর্থ,কাম ও মোক্ষ, এই চারটি ধর্মীয় নীতিগুলির মধ্যে যে কোন একটিকে ইচ্ছানুযায়ী কি ভাবে অর্জন করা যায়?(ভ.গী.৪.১১.)

৮) কিরূপে একজন বিশ্বস্ত আধ্যাত্মিক গুরুর আশ্রয় গ্রহণ করা সম্ভব হয়?(ভ.গী.৪.৩৪.)

৯) পাপীদের পক্ষে কি দুঃখের সাগর পাড়ি দেওয়া সম্ভব?(ভ.গী.৪.৩৬.)

১০) প্রকৃত শান্তির সূত্র কি?(ভ.গী.৫.২৯.)

১১)কেন মানুষ দুঃখের মধ্যে জড়িয়ে পড়ে?(ভ.গী.৫.২২.)

১২)মন কার শত্রু এবং কার মিত্র?(ভ.গী.৬.৬.)

১৩) মনকে নিয়ন্ত্রণ করে কি শান্তি লাভ করা যায়?(ভ.গী.৬.৭.)

১৪) ভগবান এবং তাঁর ভক্তদের মধ্যে কি ভাবে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়? ভগবানকে দর্শন করা কি সম্ভব?(ভ.গী.৬.৩০.)

১৫)কি ভাবে আমরা আমাদের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারি?(ভ.গী.৬.৩৫.)

১৬)যারা মাঝপথে ভক্তি পূর্ণ পরিষেবার পথ থেকে বিচ্যুত হয় তাদের ভবিষ্যৎ কী? আমাদের ধনী অথবা ভক্ত পরিবারে জন্ম কিভাবে ঘটে?(ভ.গী.৬.৪১.)

১৭) সম্পূর্ণ জ্ঞান কোনটি?(ভ.গী.৭.২.)

১৮) জন্ম ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব?(ভ.গী.৭.৭.)

১৯) মায়াকে অতিক্রম করার রহস্য কি?(ভ.গী.৭.১৪.)

২০) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবিশেষ না নির্বিশেষ?(ভ.গী.৭.২৪.)

আমাদের পক্ষে কি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে অবগত হওয়া সম্ভব?(ভ.গী.৭২৬.)

২২) কৃষ্ণ ভক্তরা কেন বিশ্বব্যাপী ভ্রমণ করে বেড়ান?(ভ.গী.৭.২৮.)

২৩) কিভাবে বার্ধক্য এবং মৃত্যুর কবল থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব?(ভ.গী.৭.২৯.)

২৪) কেবলমাত্র ভক্তিমূলক সেবা সম্পাদন দ্বারা কি সকল প্রকার সিদ্ধিলাভ সম্ভব?(ভ.গী.৮.২৮.)

২৫)কি ভাবে পাপের শ্রেণীবিভাগ করা যায়?কি ভাবে এগুলো রদ করা যায়?(ভ.গী.৯.২.)

২৬) আমাদের বাস্তবিক লক্ষ্য কি?(ভ.গী.৯.১৮.)

২৭)জড় দেহ ত্যাগ করার পর মানুষের পক্ষে কি সম্ভব তার পছন্দ মতো কোনো গ্রহে অবস্থান করা?(ভ.গী.৯.২৫.)

২৮)ভগবান কি আমাদের দ্বারা অর্পিত ভক্ষসামগ্রী গ্রহণ করেন?(ভ.গী.৯.২৬.)

২৯) আমাদের অন্তরঙ্গ বন্ধু এবং প্রকৃত শুভাকাঙ্ক্ষী কে?(ভ.গী.৯.২৯.)

৩০) ভগবান কি সেই সকল ভক্তবৃন্দ কে সুরক্ষা প্রদান করেন যারা‌ দৈবক্রমে ভক্তিমূলক সেবার পথ থেকে পতিত হয়েছে?(ভ.গী.৯.৩০.)

৩১) ভক্তিমূলক সেবা সম্পাদনের যোগ্যতা কি?(ভ.গী.৯.৩২.)

৩২) এই জড় জগতে সুখের মাধ্যম কি?(ভ.গী.৯.৩৪.)

৩৩)কি ভাবে মায়ার কবল থেকে মুক্ত হওয়া যায়?(ভ.গী.১০.৩.)

৩৪) যাঁরা অগণিত গ্রহে ভ্রমণ করে বেড়ান তাঁদের মধ্যে সৌভাগ্যবান আত্মা কে?(ভ.গী.১০.৯.)

৩৫)মানব জীবনের পরিপূর্নতা কি?(ভ.গী.১০.১০.)

৩৬) লক্ষ্য লক্ষ্য জন্মের পর আমাদের হৃদয়ে যে ধুলোর আস্তরণ জমা হয়ে আছে তা কি ভাবে পরিষ্কার করা সম্ভব?(ভ.গী.১০.১১.)

৩৭) পরমেশ্বর ভগবান কে?(ভ.গী.১০.১২-১৩.)

৩৮) কৃষ্ণ কেন অর্জুনের কাছে তাঁর বিশ্বরূপ প্রকাশ করেন?(ভ.গী.১১.১.)

৩৯) কৃষ্ণভাবনামৃত আন্দোলনটি কি মানবতারএকটি অতুলনীয় উপহার?(ভ.গী.১১.৫৪.)

৪০)ভগবদ্-গীতার সারাংশ কি? শুদ্ধ ভক্তিমূলক সেবা বলতে কি বোঝায়? আমাদের দুর্দশার কারণ কি?(ভ.গী.১১.৫৫.)

৪১)জড় প্রকৃতির তিনটি অজেয় গুণকে কি ভাবে জয় করা যায়?(ভ.গী.১৪.২৬.)

৪২)আমরা কি ভগবান কে সম্মুখে দর্শন করতে পারি?কথা বলতে পারি এবং শুনতে পারি?(ভ.গী.১৫.৭.)

৪৩)জীব দেহ ত্যাগ করার পর তার সঙ্গে কি নিয়ে যায়?(ভ.গী.১৫.৮.)

৪৪)কার নিকট হইতে আমাদের স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে?(ভ.গী.১৫.১৫.)

৪৫)কি ভাবে একজন ব্যক্তি মায়ার দ্বারা প্রভাবিত হয় এবং এই ম

ায়ার কারণ কি?(ভ.গী.১৬.১৩-১৫.)

৪৬) কোন ব্যক্তির কর্ম অনুষ্ঠান সিদ্ধিলাভের পাঁচটি কারণ কি?(ভ.গী.১৮.১৪.)

৪৭)ভক্তি এবং মুক্তি এই দু
টির মধ্যে কোনটি আগে ও কোনটি শেষে আসে?(ভ.গী.১৮.৫৪.)


৪৮) শান্তিতে জীবন ধারণের জন্য আমাদের জীবন কে কীভাবে গঠন করা উচিত?(ভ.গী.১৮.৬৫.)

৪৯) কীভাবে ভগবানের নিকট পৌঁছানো সম্ভব?(ভ.গী.১৮.৬৬.)

৫০) ধৈর্য, বিজয়, অসাধারণ শক্তি এবং নৈতিকতা কার পক্ষে বিরাজ করে?(ভ.গী.১৮.৭৮.)।

Post a Comment

0 Comments