" আমি ভাবছিলাম যে কতজন ভক্ত এই সফলা একাদশীর পূর্ণভাবে পালন করবে এবং এর ফল আমার শারীরিক সুস্থতার জন্য অর্পণ করবেন। প্রতিটি একাদশীর ই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এই একাদশীতে বিশেষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বর্তমান সময়ে সহজলভ্য সকল ফল নিবেদন করার জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
এই প্রসঙ্গে একজন মহান রাজার পুত্রের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি কোনো না কোনোভাবে খুবই অপরাধ প্রবণ এবং পাপী হয়ে পড়েছিলেন। তাই রাজা তাকে পরিত্যাগ করেছিলেন এবং তাকে বনবাসে পাঠানো হয়েছিল। তার নাম ছিল লিম্পক। কোনো না কোনোভাবে সে এই সফলা একাদশীর উদযাপন করে। এর ফলে সেই রাজপুত্র এতটাই পরিশুদ্ধ হলো যার মাধ্যমে একজন শুদ্ধ ভক্তে পরিণত হল এবং সে রাজ্যে ফিরে গিয়ে রাজ দায়িত্ব গ্রহণ করল।
তাই এই একাদশী এক বিশেষ একাদশী। প্রতি একাদশীর প্রাপ্ত ফল কাউকে অর্পণ করার বিধান রয়েছে। কখনো কখনো কোন ভক্ত এরূপ একাদশী উদযাপন করে সেই ফল তার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারে, যার দ্বারা সেই পিতা অধঃলোক থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে। সকল একাদশীই মাহাত্ম্য পূর্ণ। শ্রীল প্রভুপাদ আমাদেরকে একাদশীর দিন পঞ্চ শস্য পরিহার করার বিধান দিয়েছেন। এখানে কিছু হিসেব আছে। আমি ঠিক জানিনা কিভাবে সেটি করা হয়। যেহেতু আমরা শ্রীল প্রভুপাদের অনুসারী, আমরা ৫০ শতাংশ ফল কোন না কোনভাবে পেতে পারি। যদি কেউ পূর্ণ উপবাস করে এবং সারা রাত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে, তবে সে পূর্ণ ফল লাভ করবে। "
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ,
৮ই জানুয়ারি, ২০২১,
শ্রীধাম মায়াপুর।
শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের জন্য একাদশী সংকল্প মন্ত্র।
একাদশী ব্রত পালনের পূর্বে:
শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে,
শ্রী-একাদশী মহা-ব্রত পালনম করিষ্যে।
অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য- তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি মহান একাদশী ব্রত পালন করছি।
একাদশী ব্রত পালনের পরে:
শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে,
ইতি শ্রী-একাদশী মহা-ব্রত পারণ ফল নিবেদনমস্তু।
আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য মহান একাদশী ব্রত পালনের ফল নিবেদন করছি।
তুলসী পূজার পূর্বে:
শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে,
শ্রী-তুলসী দেবী পূজাম-করিষ্যে।
অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য- তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি শ্রী তুলসী দেবীর পূজা ও প্রদক্ষিণ করছি।
তুলসী পূজা শেষে:
শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে,
ইতি শ্রী-তুলসী-দেবী-পূজা-ফল-নিবেদনমস্তু।
আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য মহান শ্রী তুলসী দেবীর পূজা ও প্রদক্ষিণের ফল নিবেদন করছি।
অতিরিক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পূর্বে:
শ্রী-জয়পতাকা-স্বামী দৃঢ়-আরোগ্য দীর্ঘায়ু সিদ্ধ্যর্থে,
হরে কৃষ্ণ মহা মন্ত্র জপে বিনিয়োগঃ
অচ্যুত গোত্রের শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ), যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের একজন শিষ্য - তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি।
অতিরিক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পরে:
শ্রী-জয়পতাকা-স্বামীন্ দৃঢ়-আরোগ্য সিদ্ধ্যর্থে,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ফল নিবেদনমস্তু।
আমি শ্রীল জয়পতাকা স্বামী (গুরুমহারাজ)-'র সুস্বাস্থ্য লাভের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফল নিবেদন করছি।
ধন্যবাদ!
জয় শ্রীল প্রভুপাদ!
0 Comments