*শ্রী নৃসিংহ লীলা* পর্ব এর সারকথা:




*শ্রী নৃসিংহ লীলা* পর্ব ১ এর সারকথা:


 *১. প্রহ্লাদ-নৃসিংহ কথা এত গুরুত্বপূর্ণ কেন ?*

💡 ভক্তি বিঘ্ন-বিনাশন

💡 সংকীর্তন আন্দোলনের রক্ষক।

💡 ভাগবতে ৭ম স্কন্ধে সম্পূর্ণ বর্ণনা।

💡 পুরীতে মহাপ্রভু খুবই গুরুত্ব সহকারে প্রতিদিন শ্রবণ করতেন।


২. *শুকদেব গোস্বামী কোন পরিস্থিতিতে এই লীলা বর্ণনা করলেন*।

💡 পরীক্ষিতের প্রশ্ন, ভগবান সমদর্শী নন ?

💡 যুধিষ্ঠিরের প্রশ্ন, অসুর হওয়া সত্বেও শিশুপাল কিভাবে সাযুজ্য মুক্তি লাভ করলেন ?


 *৩. বৈকুন্ঠে এই লীলার প্রস্তুতিপর্ব!*

💡 লক্ষ্মীদেবীর ইচ্ছা পুর্তি

💡 চতুর্কুমারের অভিশাপ পুর্ণ।

💡 জয়-বিজয়ের অভিলাষ পূর্ণ।

💡 ভগবত ইচ্ছাক্রমে।


 *৪. হিরণাক্ষ-হিরণ্যকশিপুর জন্ম কিভাবে হল ?*

👆 কশ্যপ ও দিতি থেকে

👆 অসময়ে মিলনের ফলে।

👆 গর্ভাবস্থায় এবং জন্মসময়ে বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ।


 *অতিরিক্ত প্রশ্নাবলী ?*

ক) ভগবানের দুই প্রকার আবির্ভাব কি কি ?

উঃ অদ্বারক ও সদ্বারক


খ) কৃষ্ণভক্ত যদি নৃসিংহ পূজা করে তাহলে কোথায় গতি হবে ?

উঃ কৃষ্ণলোকে


গ) ভক্ত ও অসুরদের কৃষ্ণ চিন্তার পার্থক্য কি ?

উঃ ভক্ত - অনুকুলভাবে 

অসুর - প্রতিকুলভাবে


ঘ) বৈকুণ্ঠ-জগতে ও জড-জগতে ক্রোধের পার্থক্য কি ?

উঃ ভগবত ইচ্ছায় আর রজোগুণের প্রভাব।


ঙ) এই দুই অসুর কত বছর মাতৃগর্ভে অবস্থান করেছিল এবং কেন ?

উঃ জগতে অনিষ্টের কারন হবে জেনে মাতা দিতি ১০০ বছর গর্ভে রেখেছিলেন।


চ) দুই ভাইয়ের মধ্যে কে বড় এবং কে ছোট ?

উঃ দুজনেই ছোট আর দুজনেই বড়।


ছ) কি ভবিষ্যৎ বাণী শুনে দিতি খুশি হয়েছিলেন ?

উঃ তোমার দুই ছেলে ভগবানের হাতে মৃত্যু হবে এবং তাদের সন্তান প্রহ্লাদ মহান ভক্ত হবে।


 *আজকে ২য় পর্বের সেমিনার*

ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০মিঃ


🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

[5/22, 5:46 PM] T Sulochan BBVM: *শ্রী নৃসিংহ লীলা* 

পর্ব ২ এর সারকথা


 *প্রঃ কি কি ভাবে ভগবানের ভাবনায় যুক্ত হওয়া যায় ?* 

উঃ কাম, দ্বেষ, ভয়, স্নেহ, ভক্তি - যে কোন একটির মাধ্যমে।


 *প্রঃ হিরণ্যকশিপু কিভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল ?* 

উঃ জীব-হিংসা, গো-হত্যা, যজ্ঞাদি বন্ধ করে দেওয়া।


 *প্রঃ ভাই হিরণাক্ষ বধের পর সে পরিবারে কি কিভাবে সান্ত্বনা দিয়েছিল?* 

উঃ আমরা দেহ নই - গীতার জ্ঞান, এবং যমরাজ-কুলিঙ্গ পক্ষীর দৃষ্টান্ত।


 *প্রঃ হিরণ্যকশিপ কোথায় তপস্যা করেছিল ?* 

উঃ মন্দার পর্বতে


 *প্রঃ তার তপস্যার প্রভাব কেমন ছিল ?* 

উঃ তপস্যার অগ্নি স্বর্গলোক পর্যন্ত উত্তপ্ত করেছিল, নদী-সমুদ্র ক্ষোভিত হয়েছিল, পৃথিবী কম্পিত হয়েছে।


 *প্রঃ সেই সময় তার স্ত্রী কয়াধু কোথায় ছিল ?*

উঃ শ্রীনারদ মুনির আশ্রমে।


 *প্রঃ ব্রহ্মার কাছ থেকে সে কি বর লাভ করেছিল ?*

উঃ দিনে-রাত্রে, ঘরে-বাইরে, ভূমিতে-আকাশে, অস্ত্র-সস্ত্রে, মানুষ-পশুতে, তোমার সৃষ্ট কোন জীবের দ্বারা আমার মৃত্যু হবে না।


 *প্রঃ প্রহ্লাদের শৈশবাবস্থায় কৃষ্ণ ভক্তি কেমন ছিল ?*

উঃ কৃষ্ণ চিন্তায় বিভোর, কখন হাসতেন/ কাঁদতেন/ উচ্চস্বরে কীর্তন করতেন/ নৃত্য করতেন, ভগবত প্রেমে লক্ষণ অষ্টসাত্বিক বিকার পরিলক্ষিত হয়েছিল।


🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

[5/22, 5:46 PM] T Sulochan BBVM: *শ্রী নৃসিংহ লীলা* 

পর্ব ৩ এর সারকথা


 *প্রঃ প্রহ্লাদের  জীবনে কিভাবে এই সৌভাগ্যের উদয় হল?* 

🌷 বিষ্ণু নাম করতে করতে হিরণ্যকশিপুর স্ত্রীসঙ্গ।

🌷মাতৃগর্ভে নারদ মুনির ভাগবত কথা শ্রবণ।

🌷 তাঁর পূর্বজীবনের অজ্ঞাত সূকৃতি।(ভগ্ন মন্দিরের মার্জন)


 *প্রঃ হিরণ্যকশিপুর পতি প্রহ্লাদের উপদেশ ?* 

 🌷 আপনার মত গৃহমেধীর উচিত বনে গিয়ে হরি ভজন করা।

🌷 সমস্ত অধ্যায়নের সার হচ্ছে নববিধা ভক্তিতে ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত।

🌷 সুদ্ধভক্তের চরণধূলি দ্বারা অভিষিক্ত হলে ভগবানের প্রতি মতি হয়।


🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

[5/22, 5:47 PM] T Sulochan BBVM: *শ্রী নৃসিংহ লীলা* 

৪র্থ পর্বের সারকথা


 *A. প্রহ্লাদের উপর তার বাবা কি কি অত্যাচার করেছিল ?* 

👆 অস্ত্র-শস্ত্র দিয়ে বধ করতে চাইছিল

👆 সুতললোক থেকে আনীত সর্প দিয়ে

👆 দিগ্গজ হাতির পদপৃষ্টে

👆 কালকূট/হলাহল বিষ দিয়ে

👆 ব্রাহ্মণের সৃষ্ট কিত্বা দিয়ে

👆 সংশোষক বায়ু দিয়ে

👆 প্রজ্বলিত অগ্নিকুন্ডের মাঝে ফেলে

👆 নাগপাশে বেঁধে সমুদ্রে ফেলে দিয়ে

👆 বিশাল পাহাড়ের নীচে চাপা দিয়ে


 *B. নৃসিংহদেবের অপ্রাকৃত রূপ কেমন ছিল ?* 

🌷 তাঁর ভয়ঙ্কর গর্জন ব্রহ্মাণ্ডকে ভেদ করেছিল।

🌷 তাঁর ক্রোধান্বিত নয়নযুগল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল।

🌷 তাঁর দীপ্ত কেশর তাঁর ভয়ঙ্কর মুখ মণ্ডলকে বিস্তার করেছে।

🌷 তাঁর দন্তপঙক্তি ভয়ানক।

🌷 তাঁর ক্ষুরধার জিহ্বা খড়্গের মত চঞ্চল।

🌷 তাঁর উন্নত কর্ণযুগল নিশ্চল।

🌷 তাঁর মুখ ও নাসিকাবিবর পর্বতের গুহার মত।

🌷 তাঁর হনুদেশ ভয়ংকরভাবে বিদীর্ণ।

🌷 তাঁর গ্রীবা হ্রস্ব এবং স্থূল।

🌷 তাঁর বক্ষ বিশাল ও উদর কৃশ।

🌷 তাঁর দেহের লোম চন্দ্র কিরণের মতো শুভ্র।

🌷 তিনি অসংখ্য বাহু বিশিষ্ট এবং শঙ্খ-চক্র-গদা-পদ্ম আদি অস্ত্রের দ্বারা সুসজ্জিত।


 *C. ব্রহ্মার বর ঠিক রেখে কিভাবে হিরণ্যকশিপু বধ হল ?* 

👌 দিনে-রাত্রে নয় গোধূলিতে

👌 ঘরে-বাইরে নয় দরজার দোরগোড়ায়

👌 মাটিতে-আকাশে ভগবানের কোলে

👌 অস্ত্র-শস্ত্রে নয় ভগবানের নখে

👌 মানুষ-পশুতে নয় নর-সিংহরূপে

👌 ব্রহ্মার সৃষ্ট জীব দ্বারা নয় ভগবানের দ্বারা


 *D. ভগবান নৃসিংহদেব কিভাবে শান্ত হলেন ?*

🌹 ব্রহ্মা-ইন্দ্র-লক্ষ্মী পারেননি।

🌹 গণেশের দ্বারা কিছুটা শান্ত হলেও

🌹 ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে আদর করতে করতে শান্ত হলেন।


 *E. ভগবান প্রহ্লাদকে কি বর দিলেন ?*

🙏 এক মন্বন্তর পর্যন্ত জগতের অধীশ্বর হয়ে সমস্ত ঐশ্বর্য উপভোগ কর।

🙏 সর্বদা আমার চিন্তায় মগ্ন থেকো।

🙏 অবশেষে আমার ধাম প্রাপ্ত হবে।

🙏 তোমার একবিংশ কুল উদ্ধার লাভ করেছে।


 *F. এই প্রহ্লাদ-নরসিংহ শ্রবণের ফল।*

🌻 অবশ্যই যারা বন্ধন থেকে মুক্ত হবেন।

🌻 তিনি নিশ্চিতভাবে অকুতোভয় বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন।


🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

Post a Comment

0 Comments