ভীষ্মপঞ্চক ব্রত উৎসব

 ভীষ্মপঞ্চক ব্রত উৎসব



শ্রী গঙ্গাতর্পণ বিধি


শ্রীগুরু প্রণাম: 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।

 নমস্তে স্বারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে।

নির্বিশেষ-শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।


তীর্থ আবাহন: 

দেব দেব জগন্নাথ শঙ্খচক্র গদাধর।

দেহি বিষ্ণো মমানুজ্ঞাং-তব তীর্থাবগাহনে।।

স্নান সংকল্প: 

বিষ্ণুরোম তৎসদদ্য--------মাসে----------পক্ষে-----------তিথৌ

অচ্যুত গোত্রস্য---------দাস শ্রী কৃষ্ণপ্রীতি কামঃ শ্রীগঙ্গাদেবী

প্রীত্যর্থে অস্য ভাগীরথী গঙ্গায়াং মধ্যহ্ন স্নানমহং করিষ্যে।

গঙ্গা প্রণাম:

সদ্য পাতক সংহন্ত্রী সদ্যোদুঃখ বিনাশিনী।

সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি।।

নমস্তে দেবদেবেশি গঙ্গে ত্রিপথ গামিনী।

ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে।।


গঙ্গানাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা:

নন্দিনীতে চ তে নাম বেদেষু নলিনীতি চ।

দক্ষা-পৃথ্বী-বিরদ-গঙ্গা-বিশ্বকায়া-শিবামৃতা।।

বিদ্যাধরী-মহাদেবী তথা লোক প্রসাদিনী।

ক্ষেমঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী।

এতানি পূণ্যনামানি স্নানকালে  প্রকীর্ত্তয়েৎ।।


গঙ্গা জল স্পর্শ:

স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি  স্পর্শামি তা‍ং মহেশ্বরীম্।

বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদম্বিকে।।

গায়ত্রী মন্ত্রে শিখা মোচন করে গঙ্গায় প্রবেশ 

স্নান মন্ত্র:

ওঁ বিষ্ণুপাদ প্রসুতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা।

ত্রাহি নঃ তেন সস্তস্মাদাজন্ম মরনান্তি কাৎ।।

(ওঁ নমঃ নারায়ণ বলে ৪ বার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য)


স্নানান্তে শিখা বন্ধন করে তিলক ধারণ:

১ম ও ৬ষ্ঠ গায়ত্রীমন্ত্র ১০ বার করে জপ করুন:

কাম গায়ত্রী মন্ত্রে - ৪ বার ভগবানের উদ্দেশ্যে :

ইদম্ শ্রীকৃষ্ণ তর্পায়ামি নমঃ।।

গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দান:

ওঁ গাং গঙ্গায়ৈ বিষ্ণুমুখায়ৈ শিবামৃতৈ

শান্তি প্রদানৈ নারায়ণ‍্যৈ নমস্তুতে।


ভীষ্ম পঞ্চকম্: 

শ্রী ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ উত্তর দিকে মুখ করে:


তর্পণ: 

ওঁ বৈয়াগ্রপদ্য গোত্রায় সাংকৃতি প্রবরায় চ।

অপুত্রায় দদাম্যেতৎ সলিলং ভীষ্মবর্মণে ।। (৩ বার)


অর্ঘদান: (৩ বার) 

বসুনামাবতারায় শান্তানোরাত্মজায় চ।

অর্ঘং দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে।।


প্রনাম: 

ওঁ ভীষ্মঃ শান্তনবো বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ।

অভিরদ্ভিরবাপ্নোতু পুত্রপৌত্রৌচিতাং ক্রিয়াম্।।


সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে ৩ বার জল দান: 

ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।

ধ্বান্তারিং সর্ব্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।


সমস্ত জীবের উদ্দেশ্যে জল দান: 

আব্রহ্ম স্তম্ভ জগতো ত্রিপত্তৈ নমঃ।

এরপর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।


বিষ্ণু পঞ্চকম: শ্রীভগবান বিষ্ণুর শ্রীঅঙ্গে পুষ্প অর্পণ বিধি (গরুড়  পূরাণ)

১ম দিন -  পাদদ্বয়ে পদ্ম পুষ্পে পূজা

২য় দিন -  বিল্লপত্রে জানুদেশে পূজা

৩য় দিন - গন্ধ দ্বারা নাভিদেশে পূজা

৪র্থ দিন - বিল্লপত্র ও জবাপুষ্প দ্বারা স্কন্ধ দেশে পূজা

৫ম দিন -  মালতি পুষ্প দ্বারা শিরোদেশে পূজা বিষ্ণু

Post a Comment

0 Comments