সর্বত্র ঈশ্বরের অনুভব - এটাই প্রকৃত সাধুত্ব-

#একটি_আধ্যাত্মিক_গল্প_শুনুন : 

 - এক সাধু খুব ভোরে উঠে রোজ কিছুটা দূরে গঙ্গা স্নানে যান,তারপরে কুটিয়ায় ফিরে জপ ধ্যানাদি সাধনে মগ্ন হন।

একদিন ওই সাধু খুব ভোরে অন্ধকার থাকতে উঠে গঙ্গা স্নানের জন্য যাচ্ছেন, কিছু চোর তখন চুরি করে ফিরছিলো।সেই সাধুর সাথে দেখা।সাধু সরল মতি, তিনি ভাবলেন বোধহয় এঁরাও সাধু,সকালে গঙ্গা স্নানে বেরিয়েছে,আর চোরেরা ভাবলো এও মনে হয় আমাদের মতোই চোর,নাহলে এতো অন্ধকারে কি করছে!!

একটি চোর প্রশ্ন করলো -"আপনি কে "?

সাধু বললো -"তোমরাও যা আমিও তাই"।

চোরগুলি খুশি হয়ে বললো আমাদের দলে একজন বাড়লো, চলো এখনো রাত্রি কিছু বাকি,কাজে লাগাই।

বলে চোরগুলি সাধুকে দলে নিয়ে একটা বড়ো বাড়ির দিকে গেলো।সাধু তখন বুঝতে পারলো এঁরা সাধু নয়,চোর।যাইহোক তিনি চুপ করে রইলেন।

সেই ঘরে সিঁদ কেটে ঢোকার সময় তাঁরা সাধুকে বললো তোমার অস্ত্র কোথায়?সাধু বললো নাই।

তারা বিরক্ত হলো।বললো তাহলে এক কাজ করো,তুমি এই বাইরে একটা মাটির ঢেলা ধরে দাঁড়াও,আমরা ভিতরে গিয়ে সিন্ধুক ভাঙছি,বাইরের কোনো লোক আমাদের দেখে ফেললে, ঘরের ভিতরে এই মাটির ঢেলা ছুঁড়ে দিয়ে পালাবে।

ওরা বাড়ির ভিতরে গেলো, সিন্দুক ভেঙেই ফেললো,

এমন সময় সাধু মাটির ঢেলা টি বাড়িতে ফেললো,আওয়াজ শুনে চোর সব ফেলে দৌড় লাগালো।সাধুও পালালো।

পরের দিন আবার সকালে গঙ্গা স্নানে বেরিয়ে সাধুর সেই চোরগুলির সাথে দেখা।চোরগুলি জিজ্ঞাসা করলো -"কাল কোন কোন জন আমাদের দেখে ফেলেছে?রাজার পেয়াদা নয়তো?"সাধু বললো -"না না কোনো রাজ পেয়াদা বা অন্য লোক নয়"।চোরেরা ক্ষেপে লাল হয়ে গেল,বললো -"তবে মাটির ঢেলা ফেললে যে,আমরা অস্ত্র শস্ত্র ফেলেই প্রাণ বাঁচাতে দৌড়ালাম যে"!!

সাধু তখন সরল মনে বললো, -"তোমরা লোকের ভয় খাও,রাজ পেয়াদার ভয় খাও,আর ঈশ্বরে ভয় খাও না"!!

"মানে" - চোরগুলি জিজ্ঞাসা করলো।সাধু বললো -"দেখো কোনো লোক দেখেনি ঠিকই,কিন্তু ঈশ্বর আমাদের দেখছেন,সেটা মনে হতেই আমি মাটির ঢেলা ঘরে ফেলেছি।আমি চোর নই, সাধু,তাই ভাবলাম তোমাদের অসৎ পাপ কর্ম থেকে বাঁচাই"।

চোরেরা হতভম্ব হয়ে গেলো।কি বলবে ভেবে পেলো না,তবে একজন সত্যিকারের সাধুর সরলতার কাছে দাঁড়িয়ে নিজেদের খুবই নিকৃষ্ট মনে হচ্ছিল।তাঁরা সাধুকে প্রনাম করে চলে গেলো।


গল্পটির মূল কথা হলো,এটাই সাধুর প্রকৃতি,তাঁর সর্বত্র ঈশ্বরের বোধ হয়।এটাই সাধকের পরিচয়।আমাদের এই বোধ নাই বলেই আজ সারা জগৎ মিথ্যাচার, দুষ্কর্ম,ছল, প্ৰঞ্চনায় ভরে গেছে।একটু খানি লাভের আশায় মানুষ ছিনতাই,খুন,জালিয়াতি,কতো বড়ো বড়ো পাপ করছে,কিন্তু একবারও ভাবছে না যে ঈশ্বর পরমাত্মারূপে আমাদের হৃদয়ে আত্মার সাথে বসে সবই দেখছেন,আর হিসাবও রাখছেন!!

তাই সাবধান,একদিন সুদ সমেত হিসাব মেটাতে হবে আমাদেরকেই।

মনে রাখবেন,সহজ সরল সৎ আধ্যাত্মিক জীবনই আদর্শ জীবন,মিথ্যাচার বা দুষ্কর্ম নয় - গীতা ভাগবত পড়ুন,সুপ্ত ভগবৎ চেতনাকে জাগ্রত করুন,এতেই আমাদের সত্যিকারের লাভ।


"জয় শ্রীকৃষ্ণ" ।।

Post a Comment

0 Comments