শ্রীকৃষ্ণ- উদ্ধব সংবাদ
আমরা ভাগবতে (১১/১৯/২৮) দেখতে পাই উদ্ধব কৃষ্ণকে ৩৭টি প্রশ্ন করে আর কৃষ্ণ সেগুলোর উত্তর দেন।
১) প্রশ্ন - যম , নিয়ম কত প্রকার ও কাহাকে বলে ?
উত্তর - অহিংসা, সত্য, অস্তেয় (চুরি না করা), অসঙ্গ(অনাসক্তি), লজ্জা, অসঞ্চয়, আস্তিক্য (ধর্মে বিশ্বাস), ব্রহ্মচর্য্য, মৌন, স্থিরতা, ক্ষমা, এবং অভয়, এই দ্বাদশটি গুণকে একত্রে যম বলে ।
তদ্রূপ শৌচ (জল ও মৃত্তিকার দ্বারা বাহ্য শৌচ এবং সদ্ বিচারের দ্বারা আন্তর শৌচ, উভয়কেই বুঝিতে হইবে) । জল, তপস্যা, হোম, শ্রদ্ধা, আতিথ্য, আমার অর্চ্চন, তীর্থগমন, পরোপকারের চেষ্টা, সন্তোষ এবং শুরুসেবা - এই দ্বাদশটি গুণকে একত্রে নিয়ম বলে । যম, নিয়ম পালনকারী ব্যক্তি যাহা ইচ্ছা করেন তাহাই প্রাপ্ত হইয়া থাকেন ।
২) প্রশ্ন - শম কাহাকে বলে ?
উত্তর- আমাত (শ্রীকৃষ্ণে) বুদ্ধি বৃত্তি নিষ্ঠার (স্থির হওয়ার) নাম শম ।
৩) প্রশ্ন - দম কাহাকে বলে ?
উত্তর - ইন্দ্রিয় সংযমের নাম দম।
৪) প্রশ্ন- তিতক্ষা কাহাকে বলে ?
উত্তর - দুঃখ বা মান অপমান সহনের নাম তিতিক্ষা । (তিতিক্ষা শব্দে ক্ষমা ও বুজায়)
৫) প্রশ্ন - ধৃতি (ধৈর্য্য) কাহাকে বলে ?
উত্তর - জিহ্বা বা উপস্থ বেগ জয়ের নাম ধৃতি ।
৬) প্রশ্ন - দান কাহাকে বলে ?
উত্তর - কাহারও প্রতি দ্রোহ আচরণ না করাকেই দান বলে । (কেবল ধনাদি দান দান নহে) ।
৭) প্রশ্ন - তপস্যা কাহাকে বলে ?
উত্তর - কামনা (ভোগবাসনা) ত্যাগকে তপস্যা বলে । আমার নিমিত্ত আমার ব্রতকে তপস্যা বলে । (কেবল কষ্ট স্বীকার নহে) ।
৮) প্রশ্ন- শৌর্য্য কাহাকে বলে ?
উত্তর - নিজ বাসনাকে জয় করার নাম শৌর্য্য বা শূরতা । (ইন্দ্রিয়ানাং জিত শূর:) ।
৯) প্রশ্ন - সত্য কাহাকে বলে ?
উত্তর - ঈর্ষ্যা, অসূয়া, বৈষম্য ত্যাগ করত: সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হওয়াকে সত্য বলে । কেবল মিথ্যা কথা না বলা নয় । প্রিয় মধুর বাণীকেও সত্য বলিয়াছেন । ( সত্যঞ্চ সমদর্শনম্ ) ।
১০) প্রশ্ন- শৌচ কাহাকে বলে ?
উত্তর - কর্মে অনাসক্তির নাম শৌচ । কেবল শুচিতা নহে ।
১১) প্রশ্ন - সন্ন্যাস কাহাকে বলে ?
উত্তর - স্ত্রী, পুত্র, ধন, সম্মানাদির মমতা ত্যাগের নাম সন্ন্যাস । ( কেবল ভোগ নহে )
১২) প্রশ্ন - ধন কি?
উত্তর - ধর্মই জীবের অভীষ্ট ধন ।
১৩) প্রশ্ন - যজ্ঞ কি ?
উত্তর - জ্ঞান প্রদান করাকেই দক্ষিণা বলে । ধন বস্ত্রাদি অর্পণ নহে ।
১৪) প্রশ্ন- বল কাহাকে বলে ?
উত্তর - দুর্দমনীয় মনকে প্রাণায়ামাদির দ্বারা সংযম করাকে বল বলে । (কেবল শক্তি প্রকাশ নয়)
১৫) প্রশ্ন - ভগ ( ঐশ্বর্য্য ) কাহাকে বলে ?
উত্তর - ঐশ্বর্য্য, যশ, সম্পদ, (শোভা), জ্ঞান ও বৈরাগ্য - এই ছয়টি সহিত আমাকে (শ্রীকৃষ্ণকে) ঈশ্বর ভগবান কে ভগ বলে ।
১৬) প্রশ্ন - লাভ কাহাকে বলে ?
উত্তর - আমার (শ্রীকৃষ্ণের) চরণে দুর্লভ ভক্তি লাভই উত্তম লাভ । (ধনপুত্রাদি নহে)
১৭) প্রশ্ন - অবিদ্যা কাহাকে বলে ?
উত্তর - অবিদ্যা মায়াকৃতা, স্বরূপত জীব কৃষ্ণ দাস, তাহার পরিবর্তে ব্রাহ্মণাদি, যুবক, যুবতী আদি জ্ঞান যাহা হইতে হয় তাহাই অবিদ্যা।
১৮) প্রশ্ন - বিদ্যা কাহাকে বলে ?
উত্তর - যাহা দ্বারা আত্মা ও পরমাত্মার ব্যাবধান দূর হয়ে যায় তাহাই বিদ্যা অর্থাৎ ভক্তি। কৃষ্ণিভক্তি বিনা বিদ্যা নাহি আর । (স বিদ্যা তন্মতির্যয়া)
১৯) প্রশ্ন - লজ্জা কাহাকে বলে ?
উত্তর - লোকনিন্দনীয় পাপকর্মে যে ঘৃনা বা বিরক্তি, তাহার নামই লজ্জা । কেবল সঙ্কুচিত হওয়া নহে ।
২০) প্রশ্ন - শ্রী (সৌন্দর্য্য) কাহাকে বলে ?
উত্তর - নিরপেক্ষতাদি গুণই প্রকৃত শ্রী।
২১) প্রশ্ন - সুখ কাহাকে বলে ?
উত্তর - প্রকৃত সুখ - দুঃখের অনুসন্ধান পরিহার করাকেই সুখ বলে ।
২২) প্রশ্ন- দুঃখ কাহাকে বলে ?
উত্তর - বিষয় ভোগ করে সুখী হব, এই প্রকার ভবনাকেই দুঃখ বলে ।
২৩) প্রশ্ন- পণ্ডিত কাহাকে বলে ?
উত্তর - কোন কার্য্যে সংসার বন্ধন হয় এবং কোন কার্য্য করিলে ভক্তি তথা ভগবৎ প্রাপ্তি হয় । এই বিষয়ে যিনি জ্ঞানবান তিনিই পণ্ডিত। কেবল শাস্ত্রব্যাখ্যাতা নয় ।
২৪) প্রশ্ন- মূর্খ কাহাকে বলে ?
উত্তর - দেহাদি পাঞ্চভৌতিক বস্তুকে আমি আমার বুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে মূর্খ বলে। কেবল মাত্র শাস্ত্রজ্ঞানশূন্য ব্যক্তি নয়।
২৫) প্রশ্ন - পথ কাহাকে বলে ?
উত্তর - যাহা দ্বারা চিরতরে আমাকে পাওয়া যায় তাহাই পন্থা। অর্থাৎ শুদ্ধভক্তিযোগ। ( মহাজন যেন গত: স পন্থা )
২৬) প্রশ্ন - উৎপথ কি ?
উত্তর - চিত্তের বহির্মুখতাই উৎপথ ।
২৭) প্রশ্ন - স্বর্গ কি ?
উত্তর - সত্ত্বগুণের উদয় বা বৃদ্ধিই সর্গ । ইন্দ্রলোক নহে ।
২৮) প্রশ্ন - নরক কি ?
উত্তর - তমোগুণের বৃদ্ধিই নরক ।
২৯) প্রশ্ন - বন্ধু কাকে বলে ?
উত্তর - শ্রী গুরুদেবই প্রকৃত বন্ধু । অন্য কেহ নয় । সেই গুরু আবার আমিই ( শ্রীকৃষ্ণ )।
৩০) প্রশ্ন - গৃহ কি ?
উত্তর - মানুষ্য শরীরই গৃহ ।
৩১) প্রশ্ন- ধনী কাহাকে বলে ?
উত্তর - অপ্রাকৃত ভগবৎ গুণে যিনি ভূষিত তিনিই ধনী । রাধাকৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী ।
৩২) প্রশ্ন - দরিদ্র কে ?
উত্তর- অসন্তোষ ব্যক্তিই দরিদ্র । কেবল নির্ধন নয় ।
৩৩) প্রশ্ন- কৃপণ কে ?
উত্তর - অজিতেন্দ্রিয় ব্যক্তিই কৃপণ ।
৩৪) প্রশ্ন - সমর্থ কে ?
উত্তর - গুনময় বিষয়াদিতে যিনি অনাসক্ত, তিনি সমর্থবান ।
৩৫) প্রশ্ন- অসমর্থ কে ?
উত্তর - গুণময় বিষয়াদিতে যিনি আসক্ত তিনি অসমর্থ ।
৩৬) প্রশ্ন- মৃত্যু কাহাকে বলে ?
উত্তর - মৃত্যেরত্যন্ত বিস্মৃতি: । যে দেহে আছে সম্যকরুপে ভুলে যাওয়ার নাম মৃত্যু ।
৩৭) প্রশ্ন- জন্ম কাহাকে বলে ?
উত্তর - ' অপূর্বদেহসংযোগো জন্ম ।' যে দেহ পূর্বে ছিল না সেই দেহের সহিত যুক্ত হওয়ার নাম জন্ম ।
0 Comments