এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কনশিল্পীদের ডেকে বললেন, তাঁর একটা সুন্দর পোর্ট্রেইট আঁকতে, কিন্তু কেউ রাজি হলো না। কারণ সবাই ভাবছিল- কানা আর ল্যাংড়া রাজাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব?!?


একজন রাজি হলো। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল। তাঁর ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল... এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে শরীরের ব্যালেন্স রাখছিল!


সেই আঁকিয়ে অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তাঁর ছবির জন্যে নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্য যেটা সে তাঁর ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল, সেটা হলো- সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে... সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে- তা নির্ভর করছে তোমার ওপর।


(সংগৃহীত পোস্ট)

Post a Comment

0 Comments