👴এক দাদু ছিল। পাহাড়ের উপর থাকত তার নাতির সাথে, নাতি দেখত দাদু প্রতিদিন গীতা পড়ে, এটা দেখে নাতিও গীতা পড়তে লাগল। কিন্তু খুব কঠিন শ্লোক পড়তে সমস্যা হচ্ছে, আগা মাথা কিছু বুঝছে না। তখন দাদুকে বলল দাদু আমি গীতা পড়ে কিছুই বুঝতে পারছি না, আমি নিরুৎসাহিত হয়ে গেছি। তখন দাদু বলল নাতি এর আগে তুমি এক কাজ কর তুমি এই বস্তাটা নাও আর নিচের নদী থেকে জল নিয়ে আস। 


নাতি তখন বস্তা নিয়ে নদীতে গেল আর বস্তার ভিতরে করে জল আনতে লাগল। নাতি জল আনতে আনতে বস্তা দিয়ে সব জল পরে যাচ্ছে। এভাবে দাদু আবার চেষ্টা করতে বলল নাতিকে। কিন্তু সফল হল না। এভাবে তিনবার করার পর, নাতি দাদুকে বুঝাতে লাগল বস্তা দিয়ে জল আনা সম্ভব না। তখন দাদু নাতিকে বলল আমি জানি বস্তা দিয়ে জল আনা সম্ভব না, কিন্তু দেখ তোমাকে যখন বস্তাটা দিলাম তখন বস্তাটা অনেক নোংরা ছিল, কিন্তু এখন দেখ, বস্তাটা কত চকচক করছে।


শিক্ষা - ঠিক তেমনি গীতা না পড়তে পারলেও গীতা পড়ার চেষ্টা করলেও হৃদয়ের সমস্ত মল নষ্ট হয়ে যাবে। গীতা পড়ার মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হয়।


মলিনে মোচনম্ পুংসাং জলস্নানং দিনে দিনে। 

সকৃদ-গীতামৃতস্নানং সংসার মলনাশনম্।। 

"প্রতিদিন জল স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। কিন্তু কেউ যদি ভগবদগীতার গঙ্গাজলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় "। ---- গীতা মাহাত্ম্য - ৩


"বুঝ না বুঝ পড় গীতা

রোচক না রোচক খাও তীতা"


প্রতিদিন গীতা পড়ুন আর সুখী হোন।

Post a Comment

0 Comments