🌹🌿ব্রজ মন্ডলের বনসমূহের পরিচয়🌹🌿
১.বৃন্দাবন
২.নিধুবন
৩.তালবন
৪.কুমুদ বন
৫.বহুলা বন
৬. কাম্যবন
৭. ৭.খদিরবন
৮. ৮.ভদ্রবন
৯.ভান্ডিরবন
১০. বেলবন
১১. লৌহবন এবং
১২. মহাবন।
🌻🌿বৃন্দাবনে পঞ্চক্রোশী পরিক্রমায় দ্বাদশ উপবন...
১.অটলবন
২.কেবারি বন
৩.বিহার বন
৪.গোচারণ বন
৫.কালীয়দমন বন
৬.গোপালবন
৭.নিকুঞ্জ বন (সেবাকুঞ্জ)
৮.নিধুবন
৯.ঝুলন বন
১০.গহ্বরবন
১১. পপড় বন এবং
১২. ১২.মধুবন
🌹🌿ব্রজ মন্ডলের দ্বাদশ উপবন...
১.রাল, ২.রাধাকুণ্ড, ৩.বদ্রীনারায়ন, ৪.বর্ষানা, ৫.সংকেত, ৬.নন্দীসর, ৭.যাবট, ৮.কোকিলা বন, ৯.কোটবন,১০.খেলন বন, ১১.মাঠ বন, ১২.বিদ্রুম বন ব্রজে এভাবে ৩৬ বন দেখা যায়।
🌻🌿ব্রজ মন্ডলে চারি ধাম
আদি বদ্রীনাথ (বদরিকা আশ্রম) কাম্য বনে সেতুবন্ধ কুণ্ড (রামেশ্বরম), কুশী (দারকা)
শ্রী দাউজিতে (জগন্নাথ ধাম)। 🛕
ব্রজ মন্ডলে ৬ গঙ্গা
কৃষ্ণগঙ্গা, শ্যাম কুণ্ড এ পাতালগঙ্গা, গোবর্ধন এ মানসী গঙ্গা, বদ্রীনারায়াণ এ অলকানন্দ গঙ্গা, যাবটে পাড়ল গঙ্গা, এবং কুশীতে গোমতী গঙ্গা। 🏊♂️🏊♂
সপ্ত সরোবর
বহুলা বনে মানস সরোবর, গোবর্ধন এ কুসুম সরোবর, পেঠোগ্রামে চন্দ্র সরোবর, নারায়ন সরোবর, প্রেম সরোবর, পাবন সরোবর, এবং মান সরোবর।।🚣♂️🚣♂
🌳🌳 অষ্ট বট
অদ্বৈতবট, বংশীবট, শৃঙ্গার বট, সংকেত বট, নন্দবট, যাবট, অক্ষয় বট ভান্ডীর বট।🌳
🌿চার দেবস
গোবিন্দদেব, কেশব দেব, হরিদেব, এবং বলদেব।
🌻চার দেবী
মথুরায় মহাদেবী, বৃন্দাবনে বৃন্দা দেবী , চারঘাটে কাত্যায়নী দেবী, এবং সংকেত বনে সংকেতবাসিনি দেবী। 🛕🛕🛕
🙏হরে কৃষ্ণ 🙏
0 Comments