পাশ্চাত্য দেশের ইসকন ভক্তরা দামোদর দীপদানের জন্য আমাদের মতো সহজে কাউকে
খুঁজে পান না।সেখানে রাস্তায় দীপদান করা হয়। ইসকন ভক্তরা গাড়ীর পিছনে ঢাকনা
খুলে সেখানে ভগবান শ্রী দামোদরকে স্থাপন করে দীপদান অনুষ্ঠানের আয়োজন
করেন। দীপদান অনুষ্ঠান দেখে কারো ভালো লাগলে সেও দীপদানে অংশগ্রহন করেন এবং
তাদের কেউ কেউ ভক্তদের গৃহে আমন্ত্রন করেন। কোথায়ও রাস্তায় দামোদরের
চিত্রপট,প্রদীপ ও প্রয়োজনীয় সব কিছু রাখা থাকে। যার ভালো লাগে সে ভগবানকে
দীপদান করে। দীপদানের নিয়মাবলী সেখানে লেখা থাকে। ভগবান দামোদরের করুনা
লাভের সুযোগ এভাবে সবাই পাচ্ছে।
0 Comments