অন্নকুট শব্দের অর্থ অন্নের পর্বত

'অন্নকুট শব্দের অর্থ অন্নের পর্বত


'দ্বাপরের শেষের দিকে গিরিরাজ গোবর্ধন পূজা উপলক্ষে বৃন্দাবনের ব্রজবাসীরা যে অন্নকুট মহোৎসবের আয়োজন করেছিলেন, তাতে কৃষ্ণ স্বয়ং গিরিগোবর্ধন রুপ ধারন করে পর্বত- প্রমান ভোগ্যবস্তু খেয়েছিলেন। আর এই কলিয়ুগে প্রায় সাড়ে পাঁচশো বছর পুর্বে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধভক্ত মাধবেন্দ্র পুরীপাদ কর্তৃক অনুষ্ঠিত হয়েছিল।এই উৎসবে স্বয়ং গোপাল পাহাড় সমান ভোগ্যসামগ্রীগুলি গ্রহন করেছিল। বর্তমানে এই গোপাল বিগ্রহ নাথোদ্বারে শ্রীনাথজী নামে বল্লভ-সম্প্রদায় দ্বারা স্বাড়ম্বরে পুজিত হচ্ছে। একবার শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ তীর্থ ভ্রমন করতে করতে বৃন্দাবনে উপনীত হন। তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করে যমুনায় স্নান সেরে গোবিন্দকুন্ডের তীরে একটি বৃক্ষ্মুলে বসে প্রেমানন্দে হরিনাম জপ করছিলেন। সে সময় এক গোপবালক এক ভান্ড দুধ অযাচক মাধবেন্দ্র পুরীকে দিয়ে বললেন,''এই দুধ টুকু তুমি পান কর। এখানে সবাই মেগে খায়, তুমি মেগে খাচ্ছ না কেন ?'' পুরীপাদ ছোট গোপবালকের রুপে মুগ্ধ হলেন এবং বললেন, তুমি কি করে জানলে আমি না খেয়ে আছি ? গোপবালক উত্তর দিল,''স্ত্রীলোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখে গেছে তারাই আমাকে এই দুধ দিয়ে পাঠালেন। তুমি দুধ টুকু খাও আমি পরে এসে ভান্ডটি নিয়ে যাব''। গোপবালক চলে গেলে দুধ খেয়ে ভান্ডটি ধুয়ে তার জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু ও এল না এবং পুরীপাদ ঘুমিয়ে গেলেন। পুরীপাদ স্বপ্নে দেখলেন গোপবালক তাকে বলছেন,''আমি বহুবছর ধরে এই কুঞ্জের ভিতর পড়ে আছি। তুমি গ্রামের লোকজন নিয়ে এই কুঞ্জ থেকে উদ্ধার কর এবং গিরিগোবর্ধনে যত্ন করে মন্দির স্থাপন করে শীতল জল দিয়ে পরিমার্জন কর। আমি শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজ্যনাভের স্থাপিত বিগ্রহ আমার নাম গোপাল''। পুরীপাদ বুঝতে পারলেন স্বয়ং ভগবান তাকে দুধ দিলেন কিন্তু তিনি চিনতে না পারে দুঃখ করে প্রেমাবশে ভুমিতে পড়ে গেলেন। কিছুক্ষন প্রেমক্রন্দন করে গোপালের আদেশ পালন করতে পাশের গ্রামের লোকজন নিয়ে কুঞ্জ খনন করে গোপালকে করলেন। গোপালের ভারী বিগ্রহটি গিরিগোবর্ধনে একটা পাথরের সিংহাসন তৈরী করে গোপালকে পুরীপাদ স্বয়ং অভিষেক করলেন। পুনরায় তৈল দিয়ে শ্রীঅঙ্গকে চক্চকে করা হল, নতুন বস্ত্র পরিধান করিয়ে চন্দন, তুলসী ও ফুলের মালা পরানো হল। এবার
শ্রীবিগ্রহের সামনে দই, সন্দেশ, কলা আদি সহ নানা প্রকার নৈবদ্য নিবেদন করলেন। তারপর আরতি করে সবাই দন্ডবৎ প্রনাম করলেন।

Post a Comment

0 Comments