ব্রহ্মজিজ্ঞাসা

আটটি জ্ঞানেন্দ্রিয় কি কি? 
স্থূল জ্ঞানেন্দ্রিয়গুলো হলঃ
❊চোখ ❊কান ❊ নাক ❊জিভ ❊ত্বক।


সূক্ষ্ম জ্ঞানন্দ্রিয়ঃ
❊মন ❊বুদ্ধি ❊অহংকার।

ষড় তাড়নাগুলি কি কি?
❊রোগ ❊শোক ❊মায়া ❊ক্ষুধা ❊মৃত্যু ❊তৃষ্ণা।

দেহের সাতটি স্তর কি কি?
❊চর্ম ❊মাংস ❊হাড় ❊মাংসপেশী ❊মজ্জা ❊চর্বি ❊শুক্র।

দেহের নয়টি দ্বার কি কি?
❊দুইটি চক্ষু ❊দুইটি কর্ণ ❊উপস্থ ❊দুইটি নাসান্দ্রিয় ❊মুখ ❊পায়ু।

দেহের মধ্যে অবস্থিত বায়ু গুলো কি কি?
❊প্রাণ ❊অপান ❊সমান ❊উদান ❊বান।

নরকের তিনটি দ্বার কি?
❊কাম ❊ক্রোধ ❊লোভ।

জড় জীবনের চারটি আকাঙ্ক্ষা কি?
ধর্ম- ন্যায় পরায়ণতা এবং ধর্ম।
অর্থ- নিজের এবং সমাজের জন্য অর্থ।
কাম- বাসনা এবং ইন্দ্রিয় তৃপ্তি।
মোক্ষ- জন্ম এবং মৃত্যু থেকে মুক্তি।

পঞ্চ কর্মেন্দ্রিয় হল-
❊বাক ❊পাণি ❊পাদ ❊পায়ু ❊উপস্থ।

ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় হল-
❊রূপ ❊রস ❊শব্দ ❊গন্ধ ❊স্পর্শ।

ছয়টি পারস্পরিক ক্রিয়া কি কি?
❊চেতনা ❊বাসনা ❊সুখ ❊দৃঢ় বিশ্বাস ❊বিদ্বেষ ❊দুঃখ।

জীবের চারটি জড় দুঃখ কি কি?
জন্ম- জন্ম গ্রহণ করা।
মৃত্যু- মারা যাওয়া।
জরা- বৃদ্ধ হওয়া।
ব্যাধি- রোগগ্রস্থ হওয়া।

সাধারণ মানুষের চারটি ত্রুটি কি কি?
ভ্রম- ভুল করার প্রবণতা।
প্রমাদ- মোহগ্রস্ত হওয়া।
বিপ্রলিন্সা- অন্যকে প্রতারণা করার চেষ্টা।
করনাপাটব- ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত।

ছয় প্রকার শত্রু কারা?
❊যে বিষ প্রয়োগ করে।
❊যে ঘরে আগুন লাগায়।
❊যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে।
❊যে ধন-সম্পদ লুন্ঠন করে।
❊যে অন্যের জমি দখল করে।
❊যে অপরের স্ত্রীকে হরণ করে।

দেহের ছয়টি পরিবর্তন কি কি?
❊জন্ম ❊বৃদ্ধি ❊সন্তান-সন্ততি সৃষ্টি ❊স্থিতি ❊ক্ষয় ❊মৃত্যু।

বদ্ধ জীবের চারটি কর্ম কি কি?
❊আহার ❊নিদ্রা ❊ভয় ❊মৈথুন।

বদ্ধ জীবের চারটি পাপ কি কি?
❊মাংসাহার ❊নেশা ❊অবৈধ সঙ্গ ❊দ্যুত ক্রীড়া৷

বস্তু সৃষ্টির ক্রম কি?
আকাশ- বায়ু- আগুন- জল- মাটি।

Post a Comment

0 Comments