গুরুদেবের কৃপা



একবার আমাদের ভারত বর্ষ থেকে বাঙালি ভক্তরা দুবাই সার্জাতে প্রচার করতে গেছিলেন,,
প্রচার কালীন সময় ভক্তরা একজন শ্রদ্ধাবান ভক্তের গৃহে উঠেছেন,,
ওনি ছিলেন দুবাইতে একজন ধনী লোক, এবং
ওনি বাংলাদেশী ছিলেন,, 
ওনার দীক্ষা হয়নি,
দুবাইতে ওনার গায়ডে 900 লোক কাজ করে,,
তো যখনই কোন বাঙালি ভক্তরা দুবাইতে প্রচার করতে যায়,, ওনি ভক্তদের হেল্প করেন,,
ওনি ভক্তদের নিজের দুটো ফ্ল্যাট এর মধ্যে একটি ফ্ল্যাট দিয়ে দিয়েছিলেন থাকার জন্য,,,
ভক্তরা প্রচার করেছিলেন,,,
কিন্তু ওই ধনী ব্যক্তির এতকিছু থাকা সত্য একটি সন্তান ছিল না,,
তো, সে সময় একবার গুরুমহারাজ
ওকানে আসেন,,
তখন গুরুমহারাজ সুস্থ ছিলেন,,
সমস্ত ভক্তরা গুরু মহারাজ কে দর্শন করতে এসছিলেন,,
এবং গুরুমহারাজ কে ভক্তরা প্রচারকার্য সম্পর্কে সমস্ত রিপোর্ট দেবার পরে,,
সমস্ত বাঙালি ভক্তদের মধ্যে যিনি লিডার,,
ওনি ছিলেন বলেদেব প্রভু,,
ভক্তদের নিয়ে বলদেব প্রভু গুরু মহারাজের নিকট নিজের মনোভাব ব্যাখ্যা করে গুরু মহারাজের কাছে প্রার্থনা করছেন,,
গুরু মহারাজ ওনি একজন শ্রদ্ধাবান ভক্ত আমাদের প্রচারকার্যে সবকিছুতে সহযোগিতা করেছেন,,
আমরা ওনার বাড়িতে থেকেই প্রচারকার্য করছি,,
গুরু মহারাজ ওনি অনেক ধনী ব্যক্তি,,
ওনার অনেক কিছু আছে কিন্তু ওনার একটি সন্তান নেই,,
তাই গুরুমহারাজ আপনার কাছে প্রার্থনা, আপনি এই ভক্তকে বিশেষ কৃপা করুন,,
যাতে ওনি একটি সন্তান লাভ করতে পারেন,,
তখন ওই ভক্তটি এবং ভক্তটির মাতাজী উপস্থিত ছিলেন,,
তো আপনারা সবাই জানেন গুরুমহারাজকে কিছু জিজ্ঞেস করা হলে গুরুমহারাজ দু মিনিট চোখ বন্ধ করে চিন্তা করবে,,
পরে জানাবেন,,
দু মিনিট পরে গুরুমহারাজ চোখ খুললেন,
এবং ভক্তদের উদ্দেশ্যে বললেন,,
আমি দেখতে পাচ্ছি ওই মাতাজীর কোলে ছেলে খেলা করছে,,
তো ভক্তরা ভাবতে লাগলেন গুরুমহারাজ নিশ্চয়ই বাঙালি কথা বুঝতে পারছে না,,
তাই ভক্তরা আবার গুরুমহারাজকে অনুরোধ করলেন গুরুমহারাজ এই প্রভুর অনেক কিছু আছে,
ওনার একটি সন্তান নেই,, তাই আপনি ওনাকে বিশেষ কৃপা করুন যাতে ওনি একটি সন্তান পেতে পারে,,,
গুরুমহারাজ আবার দু মিনিট চোখ বন্ধ করে চিন্তা করলেন, এবং আবার ভক্তদের বললেন,,
আমি দেখতে পাচ্ছি ওনার গর্ভে ছেলে খেলা করছে,,
তো ভক্তরা চিন্তায় পড়ে গেলেন, এবং একে অপরকে দেখছেন, কিরে গুরুমহারাজ কি বলছেন, কিছু বুঝতে পারছিনা,,
তারপর গুরুমহারাজ ব্যাখ্যা করে বললেন ,,,
আমি দেখতে পাচ্ছি, মাতাজীর গর্ভে দুমাসের একটি সন্তান আছে,
এবং সেটি ছেলে সন্তান,,
সে ছেলেটি এখন বর্তমানে 12 ক্লাসে পড়ছে,,,
তো এরকম অনেক কিছু আছে,, গুরু মহারাজকে উপলব্দি করার জন্য,,
আমরা দেখতে পাই, আমরা কাকে নিজের গুরুমহারাজ রুপে পেয়েছি ,,,
এবং শ্রীল প্রভুপাদ আমাদের কাকে দিয়ে
গেছেন,,
এবং আমরা জানিনা যে , আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী, যে এমন গুরু মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছি,,
সেজন্য আমাদের অনেক বেশি বেশি করে সিনিয়র ভক্তদের নিকট গুরুমহারাজের সম্বন্ধে শ্রবণ করা উচিত,,,
এতে করে গুরু মহারাজের প্রতি শ্রদ্ধা আরও বর্ধিত হতে থাকবে,,

Post a Comment

0 Comments