নৃসিংহ-স্তুতি
শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ।
প্রহ্লাদেশ জয় পদ্মামুখপদ্মভৃঙ্গ ॥
শ্রীনৃসিংহদেবের জয়। প্রহ্লাদ মহারাজের ঈশ্বর শ্রীনৃসিংহদেবের জয়, ভ্রমরের মতো তিনি নিরন্তর তাঁর বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবীর মুখপদ্ম দর্শন করেন। (চৈঃ চঃ মধ্য ৮/৫)
বাগীশা যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি।
যস্যস্তে হৃদয়ে সম্বিত তং নৃসিংহমহম্ ভজে ॥
বিদ্যার দেবী সরসতী ভগবান নৃসিংহদেবের নিয়ত সহায়। তিনি সর্বদাই লক্ষ্মীদেবীকে বক্ষে ধারণ করে আছেন। ভগবান নৃসিংহদেব নিজেই জ্ঞানেই পূর্ণ। ভগবান নৃসিংহদেবকে আমি বারবার শ্রদ্ধা জ্ঞাপন করি।
[শ্রীমদ্ভাগবত ১০/৮৭/১ শ্লোকে শ্রীধর স্বামীর মন্তব্য থেকে]
প্রহ্লাদহৃদয়াহ্লাদং ভক্তাবিদ্যাবিদারণম্।
শরদিন্দুরুচিং বন্দে পারীন্দ্রবদনাং হরিম্ ॥
প্রহ্লাদ মহারাজের হৃদয়ে নিয়ত জ্ঞানদানকারী এবং ভক্তের অজ্ঞানতা নিধনকারী ভগবান নৃসিংহদেবকে আমার সভক্তি প্রণতি জানাই। তাঁর করুণা চন্দ্রকরের মতো বিচ্ছুরিত এবং তাঁর বদনমণ্ডল হল সিংহের মতো। আমি বারম্বার তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করছি।
[শ্রীমদ্ভাগবত ১/১/১ শ্লোকে শ্রীধর স্বামীর মন্তব্য থেকে]
0 Comments