যমরাজের সাথে প্রতারণাকারী ভাস্কর শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ


যমরাজের সাথে প্রতারণাকারী ভাস্কর
শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ

একদা এক ব্যক্তি যমরাজের সাথে প্রতারণা করতে চাইল। সে একজন জ্যোতিষীর কাছে তার মৃত্যুর সঠিক সময়টি জানার জন্য গেল। যেহেতু সে একজন ভাস্কর ছিল, তাই সে জানত মাটি দিয়ে কিভাবে মূর্তি তৈরী করতে হয়। সে মাটি দিয়ে তার নিজের নয়টি মূর্তি তৈরী করল। সে সকল মূর্তিকে দক্ষতার সাথে একইভাবে রং এবং সাজগোজ করাল। যদি কেই শিল্পী না হয় তবে তার পক্ষে পার্থক্য বুঝতে পারা কঠিন হবে। প্রত্যেকটিই ঠিক তার মতই মনে হচ্ছিল। যখন সেই মৃত্যুক্ষণ উপস্থিত হলো তখন সে ঐ মূর্তিগুলোর লাইনে স্থিরভাবে দাঁড়াল। যমরাজ সেখানে এসে দ্বিধান্বিত হয়ে পড়লেন। এই এক মিনিটের জন্য অপেক্ষা কর। লোকটি মনে হয় চলে গেছে? কিন্তু এগুলোর মধ্যে কোনটি সে। যমরাজ হতবুদ্ধি হয়ে রইলেন এবং বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। এই প্রথম ব্যক্তি যে কিনা আমার সাথে মৃত্যু নিয়ে ছলনা করছে। যমরাজ দ্বাদশ মহাজনের একজন, এবং তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। যমরাজ বললেন যে এই কাজটি করেছে তা খুবই কদাকার। প্রকৃতপক্ষে একটি মন্দ কাজ হয়েছে। আমি এর থেকেও ভাল ভাস্কর দেখেছি। এটি একজন প্রকৃত শিল্পীর কাজের মত দেখাচ্ছে না। হঠাৎ করেই ভাস্কর বিমর্ষ হয়ে পড়লেন এবং সে মূর্তিগুলোর মাঝ থেকে বের হয়ে এলেন। তুমি এসব কি বলছ? এটি তো দেখতে ঠিক আমার মতোই। তখন যমরাজ বলল, আমার সাথে চলো। তোমার সময় এসে গেছে।
। হিতোপদেশ।
কেউ যতই বুদ্ধিদীপ্তক পরিকল্পনা করুক না কেন, প্রকৃতির নিয়ম হতে কেউই মুক্তি পাবে না।

Post a Comment

0 Comments