সময়ের কাজ সময়ে করতে হয়

সময়ের কাজ সময়ে করতে  হয় 


এক চাষি জমিতে চাষ করছিল !
চাষ করার সময় জমিতে হঠাৎ সে তিনটি পাথর খূঁজে পেল । পাথর গুলি জমির পাশে রেখে জমির চাষ শেষ করলো ।  
বাড়ি যাওয়ার সময় পাথর গুলি সাথে নিয়ে গেল । 
বাড়িতে গিয়ে পাথর গুলি টেবিলের উপর রাখল ।
যখন সন্ধ্যা হলো , তখন চাষির স্ত্রী আলো জ্বালাতে গেল । গিয়ে দেখল পাথর গুলি থেকে আলো বের হচ্ছে ।   ঘর পুরো আলোকিত হয়ে গেছে । 
তার পরে তিন চার দিন কেটে গেল চাষির ঘরে আলো জ্বালাতে হয় না, পাথরের আলোয় হয়ে যায়।
এর পরে একদিন পাশের ঘরের একজন মহিলা এলো চাষির ঘরে । এসে চাষির স্ত্রীকে বললো তোমার ঘরে আলো ছাড়া আলোকিত কিভাবে ? 
তখন চাষির স্ত্রী সব কিছু বললো ওই মহিলাকে ।
মহিলার স্বামী ছিলেন ব্যবসায়ী । তাই মহিলা বললো 
এই পাথর আমার স্বামীকে দিয়ে দাও ,  উনি  তোমাদেরকে পাঁচ - ছয় লাখ টাকা দেবে ।
তখন চাষির স্ত্রী বললো- আমার স্বামী বাড়ি এলে বলবো । 
এরপর চাষি বাড়ি এলে তার স্ত্রী পাঁচ- ছয় লাখ টাকার কথা বললো । তখন চাষি বললো ব্যবসায়ী যখন সাধারণ এই পাথরের বিনিময়ে 5 / 6  লাখ টাকা দিতে রাজি । তাহলে মহারাজা তো আরো বেশি দেবে ।  চাষি পাথর নিয়ে বাদশার কাছে গেল । 
মহারাজ পাথর দেখে চাষিকে বললো এই পাথরের বিনিময়ে তুমি কি চাও ? 
তখন চাষি বললো আপনি যা দিবেন তাই নেবো । 
তখন মহারাজ মন্ত্রীকে বললেন সব থেকে যে গুদামে 
বেশি মোহর ওই গুদামের চাবি নিয়ে যাও ।
তার পরে মহারাজ চাষিকে বললো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে সময় দেওয়া হল, তুমি যত মোহর পার নেও ।  যদি সব গুলি নিতে পারো নিয়ে নাও । তার পরে চাষি চাবি দিয়ে দরজা খুলল  ।
খোলার পর দেখতে পেলেন মোহর ভর্তি ঝুড়ি । 
তার পর চাষি বলতে থাকলো এটা আগে নেবো, ঐটা আগে নেবো । চাষির মোহর দেখতে দেখতে  গুদামের শেষ মাথায় চলে গেলো। শেষ মাথায় গিয়ে দেখলো একটা স্বর্ণেরখাট  ,  তখন চাষি মনে মনে বলল এখন পর্যন্ত কিছুই নিতে পারলাম না দেখতে দেখতে শেষ মাথায় চলে এসেছি । যাক এই স্বর্ণের খাট টা নিয়ে নেবো । 
তখন চাষি মনে মনে ভাবল একটু শুয়ে দেখি । চাষি শুয়ে দেখতে গিয়ে ঘুমিয়ে পড়লেন ।  
যখন চাষির ঘুম ভাঙ্গল , চাষি দেখলো সন্ধ্যা হয়ে গেল ।  সময় শেষ কিন্তু কিছুই নিতে পারলাম না । 
তখন চাষি বললো একটা মোহরের ঝুড়ি নিয়ে নেই । 
কিন্তু পাহারাদার বললো তোমার সময় শেষ তুমি আর কিছুই নিতে পারবে না । তখন চাষি খালি হাতে ফিরে গেল । 
চাষি ভেবেছিলেন সময় আছে একটু দেখে নেই , দেখতে গিয়ে সময় চলে গেছে ।
       
প্রভু শ্রী কৃষ্ণ আমাদেরকে ঠিক এই ভাবে দুনিয়ায় পাঠিয়েছেন কিছু সময় দিয়ে । আমরা এই সময়ের ভিতরে সময়ের কাজ গুলো সময়ে করে নেবো । তা না হলে চাষির মতো খালি হাতে ফিরতে হবে । আমরাও দেখতে দেখতে সময় নষ্ট করে ফেলেছি ।
প্রভু যেন আমাদেরকে এগুলো বোঝার এবং সময়ের কাজ সময়ে আদায় করার সেই সময় দান করুক ...।

Post a Comment

0 Comments