শ্রীল প্রভুপাদের বিশ্বব্যাপী সফরসূচী ১২ বছরে ১৪ বার বিশ্ব পরিক্রমা

শ্রীল প্রভুপাদের বিশ্বব্যাপী সফরসূচী
১২ বছরে ১৪ বার বিশ্ব পরিক্রমা



১৯৬৫
সেপ্টেম্বরঃ আমেরিকা বোস্টন, নিউইয়র্ক, বাটলার

অক্টোবর-ডিসেম্বরঃ নিউইয়র্ক
১৯৬৬
নিউইয়র্কঃ নিউইয়র্কে ইসকন প্রতিষ্ঠা

১৯৬৭
জানুয়ারীঃ সানফ্রানসিস্কো; এপ্রিলঃ নিউইয়র্ক; জুনঃ নিউজার্সি এবং সানফ্রানসিস্কো; জুলাই; নিউইয়র্ক, লন্ডন, দিল্লী; আগস্টঃ বৃন্দাবন, দিল্লী; অক্টোবরঃ কোলকাতা, নবদ্বীপ; নভেম্বরঃ কোলকাতা এবং টোকিও; ডিসেম্বরঃ সানফ্রানসিস্কো;

১৯৬৮
জানুয়ারীঃ লস্ এঞ্জেলেস্; ফেব্রুয়ারীঃ লস্ এঞ্জেলস্; মার্চঃ সানফ্রানসিস্কো; এপ্রিলঃ নিউইয়র্ক; মেঃ বোস্টন; জুনঃ মন্ট্রিল; আগস্টঃ নিউইয়র্ক, সেপ্টেম্বরঃ নিউবৃন্দাবন (নিউ ভার্জিনিয়া), নিউইয়র্ক, সানফ্রানসিস্কো, সিয়াটেল; অক্টোবরঃ মন্ট্রিল, সান্তা ফে, লস্ এঞ্জেলস্;



১৯৬৯
মার্চঃ হাওয়াই, সানফ্রানসিস্কো, এপ্রিলঃ লস্ এঞ্জেলস্, নিউ ইয়র্ক, বাফেলো, বোস্টন; মেঃ কলম্বাস, নিউ বৃন্দাবন; জুনঃ লস্ এঞ্জেলস্; জুলাইঃ সানফ্রানসিস্কো এবং লস্ এঞ্জেলস্; আগস্টঃ হামবুর্গ; সেপ্টেম্বরঃ লন্ডন; ডিসেম্বরঃ বোস্টন, লস্ এঞ্জেলস্;

১৯৭০
জুলাইঃ সানফ্রানসিস্কো, লস্ এঞ্জেলস্; আগস্টঃ হাওয়াই, টোকিও, কোলকাতা; সেপ্টেম্বরঃ বোম্বে; অক্টোবরঃ পাঞ্জাব ও বোম্বে; ডিসেম্বরঃ আহমেদাবাদ, ইন্দোর, সুরাট;

১৯৭১
জানুয়ারীঃ বোম্বে, কোলকাতা, এলাহাবাদ, ফেব্রুয়ারীঃ বেনারস, কোলকাতা, গোরখপুর, বোম্বে, মেঃ কুয়ালালামপুর, ইপোওপেনা (মালয়েশিয়া), সিডনী (অস্ট্রেলিয়া), কোলকাতা, আগস্টঃ লন্ডন; সেপ্টেম্বরঃ মোম্বাসা, নাইরোবি; অক্টোবরঃ বন্, কোলকাতা; নভেম্বরঃ দিল্লী, বৃন্দাবন; ডিসেম্বরঃ দিল্লী, বোম্বে;

১৯৭২
জানুয়ারীঃ জয়পুর, বোম্বে; মার্চঃ কোলকাতা, বৃন্দাবন, বোম্বে; এপ্রিলঃ সিডনী, মেলবোর্ণ, অকল্যান্ড, হংকং অ্যান্ড টোকিও; মেঃ হাওয়াই, লস্ এঞ্জেলস্, নিউইয়র্ক, লন্ডন, এডিনবরা, লন্ডন, প্যারিস; আগস্টঃ লস্ এঞ্জেলস্, হাউস্টন, নিউ ভার্জিনিয়া; সেপ্টেম্বরঃ পিটস্‌বার্গ, নিউ বৃন্দাবন, আলিংটন, ডালাস ও লস্ এঞ্জেলস্, অক্টোবরঃ সানফ্রানসিস্কো, হাওয়াই, ম্যানিলা, দিল্লী, বৃন্দাবন, ডিসেম্বরঃ আহমেদাবাদ, বোম্বে, নভেম্বরঃ হায়দারাবাদ, বোম্বে;

১৯৭৩
ফেব্রুয়ারীঃ মেলবোর্ণ, সিডনী, অকল্যান্ড, জাকার্তা; মার্চঃ কোলকাতা, মায়াপুর, হায়দ্রাবাদ, বোম্বে, এপ্রিলঃ দিল্লী, নিউইয়র্ক; জুনঃ কোলকাতা, মায়াপুর, অক্টোবরঃ বৃন্দাবন; নভেম্বরঃ দিল্লী, বৃন্দাবন, বোম্বে, নাইরোবি, লন্ডন, নিউইয়র্ক, লস্ এঞ্জেলস্;

১৯৭৪
জানুয়ারীঃ হাওয়াই, টোকিও, হংকং; ফেব্রুয়ারীঃ দিল্লী, বৃন্দাবন, বোম্বে, কোলকাতা; মার্চঃ মায়াপুর, দিল্লী, বৃন্দাবন, বোম্বে; এপ্রিলঃ তিরুপতি, হায়দারাবাদ, বোম্বে; মেঃ বৃন্দাবন, রোম, জেনিভা, জুনঃ প্যারিস, জার্মানি, মেলবোর্ণ; জুলাইঃ হনলুলু, চিকাগো, সান ফ্রানসিস্কো, লস্ এঞ্জেলস্, ডালাস, নিউ-বৃন্দাবন, নিউইয়র্ক, বোম্বে, আগস্টঃ বৃন্দাবন; সেপ্টেম্বরঃ দিল্লী, কোলকাতা, মায়াপুর, অক্টোবরঃ কোলকাতা; নভেম্বরঃ বোম্বে;

১৯৭৫
জানুয়ারীঃ হংকং, টোকিও, হাওয়াই; ফেব্রুয়ারী ঃ লসএঞ্জেলস্, মেক্সিকো, ভেনিজুয়েলা, জিয়ামী, আটলান্টা; মার্চঃ ডালাস, নিউইয়র্ক, লন্ডন, তেহরাণ, কোলকাতা, মায়াপুর; এপ্রিলঃ হায়দরাবাদ, বৃন্দাবন; মেঃ দিল্লী, বোম্বে, পার্থ, মেলবোর্ণ, ফিজি, হনলুলু; জুনঃ লস্ এঞ্জেলস্, ডেনভার; জুলাইঃ চিকাগো; ফিলাডেলফিয়া, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলস্, লগুনা বীচ, সান দিয়েগো, ডালাস, নিউ অরলিয়েন্স; আগস্টঃ ডেট্রয়েট; টরেন্টো, মন্ট্রিল, প্যারিস, লন্ডন, বোম্বে, দিল্লী, বৃন্দাবন; সেপ্টেম্বরঃ দিল্লী, আহমেদাবাদ, বোম্বে; অক্টোবরঃ মরিশাঁস, ডারবান, জোহন্নেস্‌বার্গ, নাইরোবি, নভেম্বরঃ বোম্বে, দিল্লী, কুরুক্ষেত্র; ডিসেম্বরঃ বৃন্দাবন, দিল্লী, বোম্বে,

১৯৭৬
জানুয়ারীঃ মাদ্রাজ, বোম্বে, কোলকাতা, মায়াপুর, মার্চঃ মায়াপুর, কোলকাতা, দিল্লী, বৃন্দাবন; এপ্রিলঃ দিল্লী, বোম্বে, মেলবোর্ণ, অকল্যান্ড, ফিজি, মেঃ হনলুলু; জুনঃ লস অ্যাঞ্জেলেস, ডেট্রয়েট, টরোন্টো, নিউবৃন্দাবন (নিউ ভার্জিনিয়া) জুলাইঃ ওয়াশিংটন, বাল্টিমোর, নিউইয়র্ক, গীতা নগরী, লন্ডন, প্যারিস, নিউ মায়াপুর; আগস্টঃ প্যারিস, তেহেরাণ, বোম্বে, হায়দারাবাদ, দিল্লী; সেপ্টেম্বরঃ বৃন্দাবন; অক্টোবরঃ আলীগড়,‌ দিল্লী, চন্ডীগড়, দিল্লী ও বৃন্দাবন; ডিসেম্বরঃ দিল্লী, ওয়ার্ধা, পুণা, বোম্বে;

১৯৭৭
জানুয়ারীঃ এলাহাবাদ, কোলকাতা, পুরী, ভুবনেশ্বর; ফেব্রুয়ারীঃ কোলকাতা, মায়াপুর; মার্চঃ বোম্বে; মেঃ দিল্লী, হৃষীকেশ, বৃন্দাবন; আগস্টঃ লন্ডন, সেপ্টেম্বরঃ বোম্বে; অক্টোবরঃ বৃন্দাবন।

✦এই সময়ের মধ্যে সারা বিশ্বে ১০৮ টি কৃষ্ণভাবনাময় প্রচার কেন্দ্র ও মন্দির প্রতিষ্ঠা; বর্তমানে পৃথিবীতে ৬০০-র বেশি সেন্টার ও মন্দির রয়েছে ইসকনের।
✦বৈদিক তত্ত্ব-বিজ্ঞানভিত্তিক ৮০ টি গ্রন্থ ইংরেজীতে অনুবাদ, রচনা; এই অনুবাদ- কর্মের মধ্যে রয়েছে ভগবদ্‌গীতা অ্যাজ ইট ইজ, এখন যা ১০৩ টি ভাষায় অনূদিত হয়ে বিশ্বের প্রতি দেশ-জাতির মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। পৃথিবীর বেস্ট সেলার হয়ে গিনেস বুকেও স্থান করে নিয়েছে এই বই। সবচেয়ে বৃহদাকার গ্রন্থ হচ্ছে অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ভাগবতের ইংরেজী অনুবাদ ও ভাষ্য, ২ সব মিলিয়ে প্রতিটি ১৮ টি খন্ড, যা বৈদিক জ্ঞানের সারাৎসার এবং ভবিষ্যৎ মানব সভ্যতার জন্য এক অবিস্মরণীয় অবদান।
✦বিশ্বের নানা স্থানে সরল জীবন ও উচ্চ চিন্তা-ভিত্তিক
বৈদিক ফার্ম-কমিউনিটি স্থাপন, যেমন আমেরিকার নিউ ভার্জিনিয়ার কয়েক হাজার একরের 'নব বৃন্দাবন'। সেখানে অনন্য স্থাপত্যকীর্তি সমন্বিত বহুমূল্য মন্দির রয়েছে।

✦জেনিভায় জাতিসংঘের প্রতিষ্ঠানে, হাভার্ড-কেমব্রিজ সহ বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে বৈদিক দর্শন আলোচনা, ভাষণ, কৃষ্ণভাবনামৃত প্রচার;
✦বিশ্বমুখ্যকেন্দ্র শ্রীমায়াপুরে এক বৈদিক নগরী-প্রকল্পের সূচনা, ইত্যাদি।
সংগ্রহঃ বিজ্ঞান সনাতন ধর্ম বিশ্বসভ্যতা

Post a Comment

0 Comments