একটা গাছ থেকে লক্ষ দেশলাই হতে পারে, কিন্তু একটি দেশলাই কাঠি লক্ষ গাছ জ্বালিয়ে দিতে পারে।

একটা গাছ থেকে লক্ষ দেশলাই হতে পারে, কিন্তু একটি দেশলাই কাঠি লক্ষ গাছ জ্বালিয়ে দিতে পারে।


কোন মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই কাউকে মহান হতে দেয়না।
কোকিলকে কন্ঠ দিয়েছে কিন্তু তাঁর রূপ কেড়ে নিয়েছে।
রূপ দিল ময়ুরকে কিন্ত তাঁর ইচ্ছা কেড়ে নিয়েছে।
ইচ্ছা দিল মানুষকে কিন্তু তাঁর সন্তুষ্টি কেড়ে নিয়েছে।
সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তাঁর সংসার কেড়ে নিয়েছে।

কখনোই নিজের উপর অহংকার করা উচিত নয়, আমরা সাধারন মানুষ। ভগবান আমাদের মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার এই মাটিতেই মিশিয়ে দিয়েছে। জীবনের এই কঠিন সত্য যেন আমরা বুঝতেই চাইনা।

মানুষ এই পৃথিবীতে তিনটি জিনিসের জন্য দিন রাত গাধার মতো কঠোর পরিশ্রম করে। তাহলো নিজের নাম খ্যাত হোক, নিজের পরিদেহ বস্ত্র সুন্দর হোক, এবং নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাবার পর ভগবান তার এই তিনটি জিনিসই সর্বপ্রথম বদল করে দেয় .তা হলো নাম যা হয়ে যায় স্বর্গীয়, বস্ত্র যা হয়ে যায় সাদা তান, বাসস্থান হয়ে যায় শশ্মান।

আমরা বিছানা কিনতে পারি কিন্তু ঘুম নয় ।
আমরা চেয়ার কিনতে পারি কিন্তু সম্মান নয়।
আমরা বই কিনতে পারি কিন্তু জ্ঞান নয়।
আমরা একটা বাড়ি কিনতে পারি কিন্তু পরিবার না।
আমরা একটা ঘড়ি কিনতে পারি কিন্তু সময় না।
টাকা দিয়ে অনেক বন্ধু বানাতে পারব কিন্তু ভালবাসা না।

গগনচুম্বী অট্টালিকা গড়ছি, কিন্তু নষ্ট করছি সুন্দর প্রকৃতি ।

বড় বড় ঘর-বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু পরিবার ছোট হচ্ছে ।

পান্ডিত্য বাড়ছে, কিন্তু বোধগম্যতা ও বিবেক কমছে ।

দক্ষতা বাড়ছে, কিন্তু সত্যিকারের সংকট সমাধান হচ্ছে না ।

অনেক কিছু জানছি, কিন্তু তাতে যথার্থ শিক্ষা নেই ।

মহাকাশ জয় করছি, কিন্তু হৃদয় জয় করা সম্ভব হচ্ছে না ।

জীবন ধারনের শিক্ষা লাভ করেছি, কিন্তু জীবন সফল করার শিক্ষা পাচ্ছি না ।

চন্দ্র ও মঙ্গল গ্রহ সম্পর্কে জানার চেষ্টা করছি, কিন্তু প্রতিবেশীকে জানি না, জানার চেষ্টাও করছি না ।

অনেক আয় করছি, কিন্তু নৈতিকতা বিসর্জন দিচ্ছি ।

ক্ষমতা ও প্রভাব বাড়ছে, কিন্তু চরিত্র নষ্ট হচ্ছে ।

উৎপাদন ও পরিমান বাড়ছে, কিন্তু মান কমছে ।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, কিন্তু গৃহে চলছে অশান্তি ।

বায়ুদূষণ রোধের চেষ্টা করছি, কিন্তু প্রাণবায়ু শোধনের কোন উদ্যোগ নেই, গুরুত্বও বুঝি না ।

পরিবারের আয় ও জৌলুস বাড়ছে, কিন্তু বিবাহ ও পারিবারিক বন্ধন টিকছে না ।

পশু-পাখি সুরক্ষার চেষ্টা চলছে, অনেকেই এ নিয়ে স্লোগান দিচ্ছে, আবার মাংসভক্ষণও চলছে ।

"" নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে,,অথচ টিপের দাম একটাকা হলেও তার স্থান কপালে।।

ইতিহাস স্বাক্ষী আজ পর্যন্ত কোনো দিন লবনে পোকা ধরেনি,,কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিপড়া ও ছাড়ে না।।

মোমবাতি জ্বালিয়ে মৃতব্যক্তিকে স্মরণ করা হয়,,আবার মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।।

মানুষ সোজা পথে চলতে চায় না,,বাকা পথে সবারই আগ্রহ বেশি।।

তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না,,আর দুধ বিক্রেতাকে বাজারের ধারে ধারে ঘুরতে হয়।।

আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি দুধে পানি মিশান নি তো?? অথচ মানুষেরা মদে পানি মিশিয়ে খায়।।

আজ পর্যন্ত মানুষকে এতোটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায়,,আর বাঘের বাচ্চা বললে খুশি হয়।। অথচ দুটোই পশুর বাচ্চা।।।""

Post a Comment

0 Comments