জয় জয় জগন্নাথ শচীর নন্দন।
ত্রিভুবন করে যার চরণ বন্ধন।।
নীলাচলে শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধর।
নদীয়া নগরে দন্ড কমণ্ডলু কর।।
কেহ বলে পুরবেতে রাবণ বধিলা।
গোলকের বৈভব-লীলা প্রকাশ করিলা।।
শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার
হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার।।
বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত।
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।।
0 Comments