গুরু বন্দনা
"শ্রী গুরু চরণপদ্ম, কেবল ভকতি সদ্ম।
বন্দো মুঞি সাবধান মতে।।
যাহার প্রসাদে ভাই, এ ভব তরিয়া যাই।
কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হ'তে ॥
গুরুমুখপদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য।
আর না করিহ মনে আশা।
শ্রী গুরুচরণে রতি, এই সে উত্তম-গতি।
যে প্রসাদে পুরে সর্ব আশা ॥
চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই।
বিদ্যজ্ঞান হৃদে প্রকাশিত।।
প্রেমভক্তি যাহা হৈতে, আবিদ্যা-বিনাশ যাতে।
বেদে গায় যাহার চরিত ॥
শ্রীগুরু করুণাসিন্ধু, অধম-জনার বন্ধু।
কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হ'তে ॥
গুরুমুখপদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য।
আর না করিহ মনে আশা।
শ্রী গুরুচরণে রতি, এই সে উত্তম-গতি।
যে প্রসাদে পুরে সর্ব আশা ॥
চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই।
বিদ্যজ্ঞান হৃদে প্রকাশিত।।
প্রেমভক্তি যাহা হৈতে, আবিদ্যা-বিনাশ যাতে।
বেদে গায় যাহার চরিত ॥
শ্রীগুরু করুণাসিন্ধু, অধম-জনার বন্ধু।
লােকনাথ লােকের জীবন।।
হা হা প্রভু কর দয়া, দেহ মােরে পদছায়া।এবে যশ ঘুমুক ত্রিভুবন ॥"
0 Comments