ধার্মিক ব্যাক্তি ও মহিলা



ধার্মিক ব্যাক্তি ও মহিলা




নিচের গল্পটা শিক্ষামূলক হলেও একটু হাসির তথা মনের খোরাকও পাবেন ।
 একসময় দুইজন সাধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ।হাঁটতে হাঁটতে একটি নদীর তীরে আসল যেখানে কোনো সাঁকো বা অন্য কিছু ছিল না । সেই সময় একজন মহিলা এসে বলল,
_--"সাধু বাবা আমাকে একটু নদীটি পার করে দিবেন ?"_ 
কারণ সে ছিল গর্বভতী মহিলা ।

তখন প্রথম সাধু বলল,
_--"না না, এটা করা যাবে না ।"_

 দ্বিতীয় সাধু বলল,
_--"আসলে আমরা তো সাধু, যেহেতু সে গর্ভবতী তাই সাহায্য করা উচিত ।"_

 প্রথম সাধু বলল,
--"কার কি হল সেটি আমাদের কাজ নয় কিন্তু..."

 দ্বিতীয় সাধু ঐ মহিলাকে কাঁধে করে পার করে দিলেন এবং তারা আবার হাঁটতে শুরু করলেন । কিন্তু প্রথম সাধু ভাবছে এটা কি কাজ হল । এইভাবে অনেক চিন্তা করছে এবং একবার বলেই ফেলল,
_--"আমাদের ঐ মহিলা কাঁধে নেওয়া ঠিক হয়নি ।"_
 এতক্ষণে তারা প্রায় দুই মাইল পথ অতিক্রম করে চলে এসেছে ।

 তখন দ্বিতীয় সাধু বলল,
_"আমিতো শুধু নদীটি পার করেছি, তুমিতো দেখি সারা রাস্তা বয়ে বেড়াচ্ছ । এটা কিন্তু সবচেয়ে খারাপ ।"

হিতোপদেশ:-

 'কৃষ্ণকথা সর্বদা স্মরণের মাধ্যমে জড় আসক্তি কমানো যায় ।'

_*// হরেকৃষ্ণ //*_

Post a Comment

0 Comments