শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণনাম মহিমা প্রচার করতে নির্দেশ দিলেন। নিত্যানন্দ প্রভু তাই কয়েকজন ভক্তকে নিয়ে কৃষ্ণনাম কীর্তন করতে করতে চলেছেন। মাঝ পথে দুরাচারী জগাই ও মাধাই তাঁদের বাধা দিল। “এ্যায়! তোরা চুপ্ কর! কেরে, নিত্যানন্দ প্রভু বললেন, “আমি অবধুত।” তুই কি বলছিস্ ?” “তোমরা দয়া করে একবার হরি বল।” “বাঃ? তুই আমাদের উপদেশ দিতে পারিস। জানিস- আমরা এই সারা নবদ্বীপের মাথা” “তোমরা যেই হও একবার হরিনাম কর।”
কিন্তু অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে মাধাই নিত্যানন্দ প্রভুর দিকে একটা মুটকী ছুঁড়ে মারল। নিত্যানন্দ প্রভুর কপাল কেটে রক্ত ঝরতে লাগল। শ্রীগ্রই মহাপ্রভু সংবাদ পেয়ে সেই ঘটনা দেখে ক্রোধান্বিত হলেন। সুদর্শন চক্রকে ডাক দিলেন। সংহাররূপী ভীষণ চক্রকে-দেখে তারা অত্যন্ত ভয় পেল।
কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা করতে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। নিত্যানন্দ প্রভুর কৃপাতেই জগাই মাধাইয়ের মনোভাব পাল্টে গেল। তারাও আবার হরিনাম সংকীর্তনে যোগ দিল।
। হিতোপদেশ।
সদগুরুর নির্দেশে কেউ যখন হরিনাম সংকীর্তন প্রচার করতে শুরু করে, তখন নাস্তিক অসুর ভাবাপন্ন হোমরা চোমরার দল প্রচন্ড বিক্ষোভ প্রকাশ করে সংকীর্তন আন্দোলনে বাধা দেয়। যেন হরিনাম সংকীর্তন তাদের হৃদয়ে অত্যন্ত বিরক্তিকর ব্যাপার হচ্ছে। কিন্তু অদূর ভবিষ্যতে তাদের হৃদয়ের পরিবর্তন হোক ভক্তগণ সেই কামনাই করেন।
0 Comments