কৃষ্ণনামে কেন রুচি হয়না?
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার "ভজনরহস্য" গ্রন্থে উল্লেখ করেছেন―
চারটি কারণে নামে রুচি আসেনা -:
১) তত্ত্ববিভ্রম :-
ভগবান সম্বন্ধে সঠিক তত্ত্ব উপলব্ধি না করে আত্নকেন্দ্রীক জীবনযাপন করা।
২) অসৎতৃষ্ণা :-
খারাপআসক্তি―
ক) জড়জাগতিক আসক্তি
খ) জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার আসক্তি।
৩) হৃদয়দুর্বল্য :-
হৃদয়ে অহংকারভাব,
হিংসামনোভাব,
প্রতরাণাভাব,
অন্যের ভুল দর্শন করা
―যেগুলো হৃদয়কে দুর্বল করে দেয়।
৪) অপরাধ :-
নামঅপরাধ,
ধামঅপরাধ,
সর্বপ্রধান বৈষ্ণবঅপরাধ।
এই চারটি প্রবণতা যার মধ্যে বর্তমান তিনি নামে রুচি লাভ করতে পারেন না।
তাই সকলের উচিত কপটতাবিহীন হয়ে নিরপরাধে সরলচিত্তে হরিনাম জপ করা।
আগামীকাল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব। অর্ধবেলা উপবাস।
[চিত্রে #শ্রীল_ভক্তিসিদ্ধান্ত_সরস্বতী_গোস্বামী ঠাকুর প্রকাশিত শ্রীসজ্জনতোষণী (শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রতিষ্ঠিত) পত্রিকার ইংরেজি ভার্সন 'দ্য হারমোনিস্ট'-এর জুন, ১৯৩০ সংখ্যা]
#শ্রীহরিনাম_সমাচার
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার "ভজনরহস্য" গ্রন্থে উল্লেখ করেছেন―
চারটি কারণে নামে রুচি আসেনা -:
১) তত্ত্ববিভ্রম :-
ভগবান সম্বন্ধে সঠিক তত্ত্ব উপলব্ধি না করে আত্নকেন্দ্রীক জীবনযাপন করা।
২) অসৎতৃষ্ণা :-
খারাপআসক্তি―
ক) জড়জাগতিক আসক্তি
খ) জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার আসক্তি।
৩) হৃদয়দুর্বল্য :-
হৃদয়ে অহংকারভাব,
হিংসামনোভাব,
প্রতরাণাভাব,
অন্যের ভুল দর্শন করা
―যেগুলো হৃদয়কে দুর্বল করে দেয়।
৪) অপরাধ :-
নামঅপরাধ,
ধামঅপরাধ,
সর্বপ্রধান বৈষ্ণবঅপরাধ।
এই চারটি প্রবণতা যার মধ্যে বর্তমান তিনি নামে রুচি লাভ করতে পারেন না।
তাই সকলের উচিত কপটতাবিহীন হয়ে নিরপরাধে সরলচিত্তে হরিনাম জপ করা।
আগামীকাল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব। অর্ধবেলা উপবাস।
[চিত্রে #শ্রীল_ভক্তিসিদ্ধান্ত_সরস্বতী_গোস্বামী ঠাকুর প্রকাশিত শ্রীসজ্জনতোষণী (শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রতিষ্ঠিত) পত্রিকার ইংরেজি ভার্সন 'দ্য হারমোনিস্ট'-এর জুন, ১৯৩০ সংখ্যা]
#শ্রীহরিনাম_সমাচার
0 Comments