বাবার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন

বাবার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন 



একটি শিশু তার বাবার হাত ধরে অনায়াসে রাস্তা পার হয় l কারণ সে তার বাবার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে l কিন্তু সে যখন নিজেকে স্বাধীন ভাবে বা তার বাবার হাতটা ছেড়ে দেবে, বাবার প্রতি বিশ্বাস থাকবেনা তখন তার বিপদ অনিবার্য l এরূপে আমরা প্রত্যেকে যদি আমাদের পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখি তখন আমরাও ভবসিন্ধু থেকে অনায়াসে পার হতে পারবো l তাই কৃষ্ণ একমাত্র বিশ্বস্ত ব্যক্তি,  এমনকি আমরা আমাদের মনকেও বিশ্বাস করতে পারিনা কারণ সারাদিন মন যে বিষয়ে চিন্তা করে সেগুলো যদি আমরা বাস্তবে করেই ফেলি, তখন অবশ্যই আমরা নিজেদের ঘরে থাকবো না, বরং তখন থাকতে হবে চার দালানের মাঝে,  যেখানে  আমার সকল আত্মীয়গণ  পুলিশের  অনুমতি  হলে দেখতে পাবে l😊  হরে কৃষ্ণ🙏

Post a Comment

0 Comments