একবার সংখ্যা ৯, ৮- কে জোরে এক থাপ্পড় মারল!

একবার সংখ্যা ৯, ৮- কে জোরে এক থাপ্পড় মারল!




একবার সংখ্যা ৯, ৮- কে জোরে এক থাপ্পড় মারল!
.
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো,
.
আমাকে মারলে কেন ?
.
৯ বলল আমি বড় তাই মেরেছি!
.
এ কথা শুনে ৮, ৭- কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল!
.
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল,
.
আমি বড় তাই মেরেছি!
.
একই অজুহাত দেখিয়ে, এরপর ৭, ৬-কে;
৬, ৫-কে;
.
৫, ৪-কে;
.
৪, ৩-কে;
.
৩, ২-কে;
.
আর ২, ১-কে মারল!
.
হিসাব মত ১-এর শূণ্যকে মারা উচিত...
.
কিন্তু ১ মারল না , মারা তো দূরের কথা,ও ভালোবেসে
শূণ্যকে নিজের পাশে বসিয়ে নিল! দু'জনে মিলে ১০ হল!
.
তারা তখন ৯-এর থেকেও বেশী শক্তিশালী। হয়ে গেল!
তারপর থেকে ১০ কে সবাই সম্মান করতে শুরু করল!
.
নীতিকথাটি হলঃ
.
ছোট ছোট কারণে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে,
ব্যক্তিগত অহঙ্কার দূরে সরিয়ে, আমরা যদি একে অন্যের
হাতটা ধরতে পারি, এতে আমাদের শক্তি বহু গুন বেড়ে যায়।

Post a Comment

0 Comments