শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য - শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ

শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য  - শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ 


 "আগত পুরুষোত্তম মাসটি অন্য সকল মাসের মতো না। এই পুরুষোত্তম মাসে কোন শুভ কর্ম করতে বলা হয়নি। কোন বিবাহ, কোন পুণ্যকর্মাদি অনুমোদিত নয়। কেবলমাত্র শুদ্ধভক্তি। কিন্তু ভক্তদের জন্য এই মাসটি অত্যন্ত বিশেষ মাস। এই মাসে কৃষ্ণের আরাধনা করার জন্য, এই মাসে রাধা কৃষ্ণের আরাধনা করার জন্য বিশেষভাবে অনুমোদিত। এটি আগামী অমাবস্যা থেকে শুরু হবে। স্মার্ত ব্রাহ্মণেরা এটিকে মলমাস বা এরকম কিছু বলে থাকে। কিন্তু ভক্তদের জন্য এই পুরুষোত্তম মাস সবচেয়ে বিশেষ মাস। বছরের মধ্যে দামোদর মাস শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। কিন্তু দামোদর মাস এই পুরুষোত্তম মাসের ১/১৬ অংশও না! যদি আপনারা এই পুরুষোত্তম মাস খুবই সতর্কতার সাথে পালন করেন, তাহলে আপনি এই জীবন খুবই স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন এবং এই জন্ম শেষে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবেন।


একজন ব্রাহ্মণ ছিলেন। তাঁকে তাঁর পরিবার বাড়ি থেকে বের করে দিয়েছিল, তিনি ভালো ব্যক্তি ছিলেন না। কিন্তু তাঁর একজন সুপত্নী ছিল। তিনি বেরিয়ে গেলেন এবং তাঁর পত্নীকে নিয়ে বনে বাস করতে থাকেন। যেকোনভাবে তিনি একজন সাধুকে পথে অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন। সেই সময়ে তাঁর হৃদয়ে সমবেদনা এল। তিনি সাধুকে তাঁর কোলে নিলেন এবং তাঁকে নিজের গৃহে নিয়ে এলেন। সেখানে তিনি এবং তাঁর পত্নী ব্রাহ্মণকে পাখা দিয়ে হাওয়া করছিল এবং তাঁকে কিছু জল দিল। সেই ব্রাহ্মণটি পুষ্কর তীর্থে যাচ্ছিল। এবং গরমে উপবাস করে তিনি পথে অজ্ঞান হয়ে যান। তিনি কৃষ্ণের একজন মহান ভক্ত ছিলেন। সেই পরিবার যে সেবা করেছে, তাতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, "কেন আপনারা বনে এমন দুর্দশায় বাস করছেন?" তো তিনি বললেন, "আমি অত্যন্ত পাপী মানুষ। আমি লোকেদের সাথে খারাপ আচরণ করেছি। আপনি তো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারেন, আমাকে বলুন কেন আমি এইভাবে যন্ত্রণা ভোগ করছি এবং তার সমাধান কী? যাই হোক এটি একটি লম্বা কাহিনী, কিন্তু তিনি বললেন যে, আপনি পুরুষোত্তম মাসে কৃষ্ণকে একটি প্রদীপ দান করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন। সাধারণত ঘৃত প্রদীপ নিবেদন করা উচিত, কিন্তু বনে থেকে আপনি ঘি নাও পেতে পারেন। তো আপনি তিলের তেল ব্যবহার করতে পারেন, যখন আপনি অবস্থা ভালো হবে, তখন আপনি ঘি ব্যবহার করতে পারেন। তো তিনি প্রতিদিন রাধা-কৃষ্ণকে একটি করে দীপদান করলেন। ফলে তিনি কৃষ্ণলোকে ফিরে গেলেন। তো কৃষ্ণকে আরাধনা করার জন্য এটি খুবই বিশেষ মাস।"


শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কর্তৃক প্রদত্ত প্রবচনের উদ্ধৃতাংশ 

৫ই সেপ্টেম্বর ২০২০

শ্রীধাম মায়াপুর, ভারত




Post a Comment

0 Comments