যেমন সঙ্গ তেমন স্বভাব
🚩 মানুষ সমাজবদ্ধ জীব। সঙ্গ ছাড়া থাকতে পারেনা। শুধু মানুষ কেন! অন্যান্য প্রানীরাও সঙ্গ ছাড়া থাকতে পারেনা। দলবদ্ধ জীবন অধিকাংশ জীবের মধ্যে পরিলক্ষিত হয়। সঙ্গের বৈচিত্র্যতা অনুযায়ী আমাদের চেতনার বৈচিত্র্যতা দেখা দেয়।
🚩 আপনি আলোর সঙ্গ করলে আপনাকে যেমন দেখাবে অন্ধকারের সঙ্গ করলে তেমন দেখাবে না। হাসের ডিম মুরগির মাধ্যমে ফুটানো হয়। ডিম ফুটলে বাচ্চাগুলো মুরগির সঙ্গে ঘোরাঘুরি করে। কারন দীর্ঘ সময়ের সঙ্গ।
🚩 পারিবারিক সঙ্গ আমাদের চেতনায় বড় প্রভাব ফেলে। পিতা মাতা যদি আদর্শবান মানুষ হয় সন্তান অবশ্যই সুসন্তান হবে। আত্মীয় স্বজনরা যদি আদর্শবান মানুষ হয় সন্তান সে আদর্শের দ্বারা চরমভাবে প্রভাবিত হবে। পিতা-মাতা, আত্মীয় স্বজনদের সঙ্গ যেহেতু ছোট বেলা থেকে হয় তাই সেই মানসিকতা গড়ে উঠবে।
🚩 যদি আমরা কিছু সৎ মানুষের সঙ্গ করি আমরা তাদের থেকে সৎশিক্ষা লাভ করব। যদি বৈষ্ণব সঙ্গ করি তাদের থেকে ভগবৎ শিক্ষা লাভ করব। যদি দুস্কর্মকারীর সঙ্গ করি আমরা সেই শিক্ষাই লাভ করব।
🚩 সঙ্গ বিভিন্নভাবে হতে পারে, সাক্ষাতে, টিভি, মোবাইল, কম্পিউটার ইত্যাদি। আমাদের চেতনা কলুষিত হতে বা বিশুদ্ধ হতে সঙ্গ দারুনভাবে ভুমিকা রাখে।
0 Comments