শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য - সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর

শ্রী পুরুষোত্তম মাস মাহাত্ম্য  - সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 






পুরুষোত্তম/অধিমাস শুরু হবে ১৮ই সেপ্টেম্বর হতে এবং শেষ হবে ১৬অক্টোবর।  


স্মার্ত্ত_ও_পরমার্থ_ভেদে_শাস্ত্র_দ্বিবিধ 


'স্মাৰ্ত্ত', 'পরমার্থ'-ভেদে বৈদিক আর্য্য-শাস্ত্র দুই ভাগে বিভক্ত। যাঁহারা স্মাৰ্ত্ত-বিভাগের অধিকারী তাঁহারা স্বভাবতঃ 'পরমার্থ'-শাস্ত্রে রুচিপ্রাপ্ত নন। নিজ নিজ রুচি-অনুসারেই মানবের বিচার, সিদ্ধান্ত, ক্রিয়া ও জীবনের উদ্দেশ্য গঠিত হয়। স্মাৰ্ত্তগণ নিজ-নিজ রুচিসম্মত শাস্ত্রে অধিকতর বিশ্বাস করেন। পারমার্থিক-শাস্ত্রে তাঁহাদের সেরূপ অধিকার না থাকায় সেরূপ আস্থাও প্রকাশ করেন না। এরূপ বিভাগের কর্ত্তা—বিধাতা। সুতরাং ইহাতে জগৎপিতার একটী গূঢ় উদ্দেশ্য আছে, সন্দেহ নাই। আমরা যতদূর জানিতে পারিয়াছি সে-উদ্দেশ্য এই—স্বীয় স্বীয় অধিকারে থাকিতে পারিলেই জীবের ক্রমােন্নতি হয়। অধিকার-চ্যুত হইলেই পতন হয়। মানবগণ স্বীয় স্বীয় কৰ্ম্মানুসারে কৰ্ম্মাধিকার ও ভক্ত্যধিকার দ্বিবিধ অধিকার লাভ করিয়া থাকেন। যে-পৰ্য্যন্ত মানবের কৰ্ম্মাধিকার থাকে, সে-পৰ্য্যন্ত তাঁহার স্মাৰ্ত্ত পথই শ্রেয়ঃ। কৰ্ম্মাধিকার অতিক্রম করতঃ যখন তিনি ভক্তি-অধিকারে প্রবেশ করেন, তখন তাঁহার পারমার্থিক পথে স্বভাবতঃ রুচি জন্মে। এতন্নিবন্ধন বিধাতা স্মার্ত্ত-পরমার্থ-ভেদে দ্বিবিধ শাস্ত্র করিয়াছেন। 


স্মার্ত্ত শাস্ত্রের বিধিবিধান কৰ্ম্মপর


স্মার্ত্ত-শাস্ত্র মানবগণকে সর্বদা কৰ্ম্মাধিকারে নিষ্ঠা লাভ করাইবার চেষ্টায় অনেক প্রকার বিধি-বিধান করিয়াছেন। এমত কি সেই সকল বিধি-বিধানে বিশেষ নিষ্ঠা দিবার জন্য পরমার্থ-শাস্ত্রের প্রতি অনেক স্থলে ঔদাসীন্য প্রকাশ করিয়াছেন। বস্তুতঃ শাস্ত্র এক হইলেও লােকের নিকট ইঁহার দুই প্রকার ভাব। অধিকার-নিষ্ঠা ব্যতীত জীবের মঙ্গল হয় না। তাই শাস্ত্র স্মাৰ্ত্ত-পরমার্থ-ভেদে দ্বিবিধ বলিয়া প্রতীত। 


অধিমাস সৎকর্ম্মহীন ইহার নামান্তর মলমাস 


বৎসরকে দ্বাদশ ভাগে বিভাগ করিয়া, দ্বাদশ মাসে স্মাৰ্ত্ত-শাস্ত্ৰ সৰ্ব্বসৎকর্ম্ম নিরূপণ করিয়াছেন। বর্ণাশ্রম-গত সমস্ত কর্ম্মই যখন দ্বাদশ মাসে বিভক্ত হইল, তখন 'অধিমাস' কৰ্ম্মহীন মাস হইয়া গেল। অধিমাসে কোন সৎ কর্ম নাই। চান্দ্র মাস ও সৌর মাসের মিল রাখিবার জন্য ৩২ মাসে একটী করিয়া মাস বাদ দিতে হয়।* সেই মাসটীর নাম অধিমাস। স্মাৰ্ত্তগণ অধিমাসকে 'মলমাস' বলিয়া পরিত্যাগ করিয়াছেন। মলিম্লুচ ( চোর ), মলিন-মাস। ইত্যাদি নাম দিয়া অধিমাসকে ঘৃণিত বলিয়া ব্যাখ্যা করিয়াছেন। (ক্রমশঃ)


*শ্রীসূর্য্য-সিদ্ধান্তে উক্ত হইয়াছে—

ষড়বহ্নি-ত্রিহুতাশাঙ্কাতিথয়শ্চাধিমাসকাঃ।

খচতুষ্ক সমুদ্ৰাষ্ট কুপঞ্চ রবিমাসকাঃ॥

অর্থাৎ এক মহাযুগে অধিমাস ১৫৯৩৩৩৬ ও রবি মাস ৫১৮৪০০০০। অতএব রবিমাণে মাসাদি ৩২/৬৪/৪ অন্তর একটী একটী অধিমাস হয়।

Post a Comment

0 Comments