🔴 "কেবল ১টা জিনিস মানলেই আপনি বৈষ্ণব" | ভক্ত ও অভক্তের মধ্যে মিল ও পার্থক্য | পর্ব-১ | Must Read 🔴
আপনি | গৃহস্থ বৈষ্ণব
--------------------------------------------------------------------------
✅ আপনি চাকুরী বা | উনিও চাকুরী বা
ব্যবসা করেন। ব্যাবসা করেন।
✅ আপনি অর্থ আয় | উনিও অর্থ আয়
করেন। করেন।
✅ আপনি পরিবারের | উনিও পরিবারের
চাহিদা মেটান। চাহিদা মেটান।
✅ আপনি বাজার করেন | উনিও বাজার করেন।
✅ আপনি রান্না করেন | উনিও রান্না করেন।
❌ আপনি ভগবানকে | উনি ভগবানকে ভোগ
ভোগ নিবেদন নিবেদন করেন*।
করেন না।
✅ আপনি আহার করেন | উনিও আহার করেন।
--------------------------------------------------------------------------
▪️লক্ষ্যণীয় -
আপনিও কর্ম করেন, অর্থ আয় করেন, পরিবারের চাহিদা মেটান,বাজার (আহারের ব্যাবস্থা) করেন, রান্না করেন, আহার করেন। একইভাবে গৃহস্থ বৈষ্ণবও এগুলিই করে।
শুধু কেবল ভোগ লাগানোটাই আপনার এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্য তৈরি করছে। আর বাকি সব একই রকম।
তো আপনি কি পারেন না, নিজে আহারের আগে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করতে❓ কেনো পারেন না ❓এটা কি খুবই কঠিন! একদম সরল পন্থা নয়❓
ভালোভাবে বিবেচনা করে দেখবেন বিষয়টি। এই ১টি ব্যাপার মানলেই আপনিও বৈষ্ণব। 🙏
আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। 🙏
🍂 আগামীপর্বে থাকছে - শুধুমাত্র এই ১টি নিয়ম (নিজে খাওয়ার আগে ভগবানকে ভোগ নিবেদন করা) হচ্ছে সবথেকে বড় জীবসেবা বা পরোপকারের কারণ।
0 Comments