"প্রভুপাদ কথামৃত"

------------------------

"মুক্তি পেয়ে যাওয়া এক ইঁদুরের গল্প"

---------------------------------------------------

সৎস্বরূপ দাসঃ---শ্রীল প্রভুপাদ একবার একটি ইঁদুরের কাহিনী বর্ণনা করেছিলেন,যেটি বিষ্ণুর সেবা প্রদানের মাধ্যমে মুক্তি পেয়েছিল। একদিন একটি স্থানে বিষ্ণুর পূজাবেদীর ওপর একটি ঘিয়ের প্রদীপ প্রায় নির্বাপিত অবস্থায় জ্বলছিল এবং ঠিক সেই সময় একটি ইঁদুর সেখানে দৌড়াদৌড়ি করছিল। ইঁদুরটি ভেবেছিল অগ্নিশিখাটি সম্ভবত কোন খাদ্যবস্তু, সুতরাং সে সেটিকে খাবার চেষ্টা করেছিল, ফলে প্রদীপের সলতেটি তার গোঁফে আটকে গিয়ে জ্বলে উঠেছিল। এইভাবে , প্রায় নির্বাপিত প্রদীপের বাকি অব্যবহৃত সলতেটিও জ্বলে উঠেছিল এবং ইঁদুরের গোঁফেও আগুন লেগেছিল। ফলে ইঁদুরটির মৃত্যু হয়েছিল। এইভাবে, ইঁদুরের নির্বোধ বলিদানের  দ্বারা বিষ্ণুর বেদীতে খুব সুন্দরভাবে জ্বলতে লাগল। এবং কৃষ্ণের এই সেবার জন্য ইঁদুরটির বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল।এইটিই হলো কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার শক্তি, এমনকি তা যদি অজান্তেও সঞ্চালিত হয়ে থাকে।

Post a Comment

0 Comments