ফোঁস করতে হবে
একদা একটি বনে এক ভয়ংকর বিষাক্ত গোখরা সাপ বাস করত। ঐ বনে যারা আসত তাদেরকে সবাইকে সে কামড়াতো সে এতই হিংসাত্বক ছিল সে ছোট বড় কাউকে বাদ দিত না সবাইকে কামড় দিত। তার ভয়ে সেই বনে আর কেউ যেত না। ভুলেও যদি কেউ যেত তাহলে তার অবস্থা খারাপ ছিল। একদিন ঐ বন পথে নারদ মুনি যাচ্ছিল আর সেই সাপ খুব তেড়ে আসল কামড় দেওয়ার জন্য নারদ মুনি দেখে তার কমুন্ডলি থেকে পবিত্র জল ছিটিয়ে দিল আর সাপটি শান্ত হয়ে গেল। নারদ মুনি - তুমি কি জান তুমি আগের জন্মে হিংসাত্বক কার্য করার কারনে তুমি এই জন্মে সাপ হয়েছ। আর তুমি একই কাজ করছ তাহলেতো তুমি নরকে স্থান হবে এবং আবারো তুমি নিম্ন প্রজাতি হবে। ভগবানের নাম কর এই জগত থেকে উদ্ধার হয়ে নিজের আলয় ভগবতধামে যাও আর হিংসা ত্যাগ কর, ভালবাস জীবকে তাহলে ভগবানের ভালবাসাও পাবে।
এই বলে নারদ মুনি চলে গেল আর নারদ মুনির সঙ্গ পেয়ে সেই সাপ তার হিংসাত্বক কার্য ভুলে ভগবানের নাম স্মরণ করছে।
তখন ভুলে ঐ বনে রাস্তায় আবার লোকজন হাটা শুরু করল আর দেখল সেই সাপ আর কাউকে কামড়াছে না। তখন তারা দূর থেকে পাথর দিয়ে ঢিল মারা শুরু করল, অনেকে লাঠি দিয়ে মারা শুরু করল এবং অনেক অত্যাচার শুরু করল। কিন্তু তবুও সেই সাপটি কিছু করল না।
একদিন নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছিল আর সেই সাপটিকে খুজল আর দেখল সাপটি আধমরা হয়ে পড়ে আছে। নারদ মুনি জল ছিটিয়ে তাকে আবার সজীব করলেন। আর বলল তোমার এই অবস্থা কেন।
সাপ - গুরুদেব আপনার কথা শুনে আজকে আমার অবস্থা। আপনি হিংসা ত্যাগ করতে বললেন, ভালবাসতে বললেন আর সেই হিংসা ত্যাগ করেই আজকে আমার এই অবস্থা যার ফলে সবাই আমাকে মারা শুরু করল।
নারদ - ওহে সাপ আমি তোমাকে হিংসা ত্যাগ করতে বলেছি কিন্তু ফোস করতে তো মানা করি নাই। কেউ যখন তোমার ক্ষতি করতে আসবে তখন তাকে না কামড়িয়ে ফোস করলে কেউ আর তোমার ক্ষতি করত না।
আমাদের বর্তমান হিন্দুদের অবস্থা ঠিক একই সাপের মতো। যদিও আমাদের সনাতন ধর্ম খুবই মহান যেখানে কারো প্রতি আমরা হিংসাত্বক আচরন করি না এমনকি একটি জীবকেও না। কিন্তু তাই বলে আমাদের অন্য কেউ ক্ষতি বা মন্দিরের ক্ষতি করতে আসলে আমাদেরতো ফোস করতেই হবে। কিন্তু সেই ফোস করার কথা আমরা ভুলে গেছি সেটা কি আমাদের অহংকার নাকি আমাদের অক্ষমতা। যদি আমরা সনাতনেরা ঐক্য না করি চলি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার।
যদিও হাতের সব আঙ্গুল সমান না তবুও হাতের কোন আঙ্গুল ব্যাথা পেলে পুরো শরীরে সেটা খবর হয় তেমনি আমরা যত মত পথের কথা বলি না কেন আমরা সবাই সনাতনের অংশ। তাই সনাতনের সেকোন পথ বা মত বা সংগঠন থাকলেও তাদের কোনটা একটিও আঘাত আসলেও আমাদের সবাই ফোস করে উঠতে হবে যদি না করি তাহলে ঐ আধমরা সাপের মতো অবস্থা হবেই।
0 Comments