"প্রভুপাদ লীলামৃত"
-----------------------------
"আমাদের দেখতে হবে যে দশ মাইল ব্যাসার্ধের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে।"
জয়পতাকা স্বামী মহারাজ:-
-------------------------------------------------
সেদিন ছিল গোবর্ধন পূজা, আমরা পাহাড় প্রমাণ অন্ন প্রসাদের ব্যবস্থা করেছিলাম এবং অনেক ভক্তগণ কে প্রসাদম্ বিতরণ করেছিলাম।
ভক্তগণ প্রসাদম্ গ্রহণ করার জন্য পাতার থালা ব্যবহার করেছিলেন এবং প্রসাদ গ্রহণ করার পর থালাগুলি ভবনের পিছনে নিক্ষেপ করেছিলেন। তখন প্রভুপাদ ভবনের দ্বিতলে বাস করতেন এবং আমরা সকলে একত্রিত হয়ে বসেছিলাম। হঠাৎ প্রভুপাদ কুকুরের ডাক এবং কতিপয় শিশুদের চিৎকার শুনতে পেয়ে উঠে দাঁড়িয়ে নিজের কক্ষের পিছনের বারান্দায় গিয়েছিলেন এবং তিনি তাকিয়ে দেখেছিলেন যে ভক্তগণ প্রসাদম্ গ্রহণ করার পর যে থালাগুলি ফেলে দিয়েছিলেন তার মধ্যে কিছু খাবারের অবশিষ্টাংশ ছিল যা তাঁরা খেতে পারেন নি। সেই এঁটো থালা গুলির স্তূপের মধ্য থেকে অবশিষ্টাংশ খাবারগুলি পাওয়ার জন্য কতিপয় অতি দরিদ্র শিশু লাঠি হাতে কতগুলি ক্ষুধার্ত কুকুরের সাথে লড়াই করছিল। প্রভুপাদ যখন দেখলেন যে শিশুগুলো এতটাই ক্ষুধার্ত ছিল যে ঐ এঁটো খাবারগুলি পাওয়ার জন্য কিভাবে কুকুরদের সাথে লড়াই করছিল, তাঁর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। তিনি বলেছিলেন,"আমাদের দেখতে হবে যে দশ মাইল ব্যাসার্ধের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে। মন্দির হ'লো ভগবানের বাসস্থান, ভগবান হলেন সকলের পিতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রত্যেকের পিতা তাই পিতার উপস্থিতিতে তাঁর সন্তানেরা যেন অভুক্ত না থাকে এবং আমাদের এমন একটি ব্যবস্থা করতে হবে যাতে মানুষ খাবার পায়।" ঐটি ছিল প্রতিদিন প্রসাদম্ বিতরণের একটি অন্যতম অনুপ্রেরণা।
0 Comments