ব্রহ্মমুহুর্ত ভীষন শক্তিশালী একটা সময়...♥️♥️
এই সময় টা হলো ব্রহ্মের সময়।ভোর 3.35-5:30 পর্যন্ত।
এই সময় প্রত্যেক দেব দেবী ক্ষীরোদক সমুদ্র তটে আসেন যেখানে ভগবান শায়িত থাকেন এবং ব্রহ্মা,মহাদেব সহ তেত্রিশ প্রকার দেব দেবী,মুনি ঋষী সকলে ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন।
ভক্তি জীবনকে যারা শুদ্ধ ভাবে পালন করছে তারা কেউ এইসময় ঘুমিয়ে থাকে না। এই সময় ভগবানের মঙ্গল আরতি করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকে।
সাধনার জন্য,নিজের ইষ্টের সাথে বা গুরুর সাথে যোগসূত্র স্হাপনের মন্ত্র জপের জন্য এটা সবচেয়ে শক্তিশালী সময়।
দেব দেবীরা ভগবানের সাধনার জন্য ও তার একটু সেবার জন্য সুযোগ খোঁজেন।আমরা প্রত্যেকের ভগবানের দাস।
যদিও ভগবান ই এমন একজন মালিক যিনি দাসের ও দাস।তিনি শুদ্ধ ভক্তের সেবা করতেও রাজী।
ব্রহ্মমুহুর্তকে কাজে লাগান।সাধনার জন্য প্রাপ্ত এই মনুষ্যদেহ কে কাজে লাগান।
হরেকৃষ্ণ।।
0 Comments