রথযাত্রার সূচনা


১ম রথযাত্রা - বৃন্দাবন বাসী যখন ১০০ বছর পর ভগবান শ্রীকৃষ্ণ কে কুরুক্ষেত্রে দর্শন করলেন,তখন গোপীরা এবং শ্রীমতি রাধারানী ওনাদের চুলের ফিতা ও বস্ত্র দিয়ে কৃষ্ণের রথ টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিল, সেটা ছিল প্রথম রথযাত্রা।


২য় রথযাত্রা - ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকা অবস্থায় হঠাৎ একদিন বিছানা থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন ভগবানের জ্ঞান ফিরানোর অনেক চেষ্টা করেও ফিরাতে পারছিল না। তখন সেখানে নারদ মুনি এসে বলেন,আমি ভগবানের জ্ঞান ফিরানোর কৌশল জানি। তখন বলরাম জানতে চাইলেন কি কৌশল,তখন নারদমুনি বললেন যেইমাত্র আমি রাধারানীর নাম কীর্তন করবো ভগবান তখনই জেগে ওঠবেন।তখন বলরাম বললো,কানাই যখনই রাধার নাম শুনবে তখনই ও বৃন্দাবনে যাওয়ার জন্য পাগলামি করবে। আগে ওর বৃন্দাবন যাওয়ার জন্য আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তখন বলরাম রথ ও সমস্ত কিছুর ব্যবস্থা করলেন। বলরাম আবার চিন্তা করলেন ব্রজবাসীরা সবসময় কৃষ্ণের বিরহে ক্রন্দন করে,আর এই অবস্থায় যদি কৃষ্ণ সেখানে উপস্থিত হন,তাহলে কৃষ্ণ ব্রজবাসীদের কষ্টে  একদমই  ভেঙ্গে পড়বে। তাই সিদ্ধান্ত নিল আগে সেখানে কাউকে পাঠাতে হবে যাতে ব্রজবাসীরা সচেতন থাকে। তাই সুভদ্রা মহারানী গেলেন, কিন্তুু  বলরাম সুভদ্রাকে একা ছাড়তে চাইনি তাই পিছন পিছন বলরামও গেলেন।সবার শেষে কৃষ্ণ।

Post a Comment

0 Comments