❤অসম্ভব সুন্দর একটি শ্লোক🙏


রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী

কিং দেয়মস্তি ভগবতে পুরুষোত্তমায়।

আভীরগোপললনাহৃত মানসায়

দত্তং মনস্তদনু মে কৃপয়া গৃহাণ।।


অনুবাদ:- শ্রীক্ষেত্রে গিয়ে সকলেই তোমাকে কিছু না কিছু দেয়, আমিও ভেবেছি আমার ভালবাসার নিদর্শন হিসাবে তোমাকে কিছু না কিছু দেওয়া উচিত। কিন্তু তোমাকে কি দেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তুমি রত্নাকরে শয়ন কর, তাই রত্নের কোন অভাব নেই তোমার। তাই সে জিনিস তোমায় দেওয়া যাবেনা। স্বয়ং লক্ষ্মী তোমার গৃহিণী তাই কোনও ধনের প্রয়োজন তোমার নেই। তাহলে তোমাকে কি দিতে পারি???

অনেক ভেবে দেখলাম, তুমি যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গেলে তখন গোপীরা তোমার মন চুরি করে নিয়েছিল। 


ঐ একটি জিনিসের তোমার অভাব আছে। সেই অভাব পূরণ করার জন্য আমার মন আমি তোমায় দিলাম, কৃপা করে গ্রহণ করো🙏🙏🙏

Post a Comment

0 Comments