১৮ দিনের যুদ্ধ শেষে, 'দ্রৌপদীর' বয়স যেন শারীরিক ও মানসিক দিক থেকে ৮০ বছরের মতো করে দিয়েছিল। হস্তিনাপুরের মহারানী 'দ্রৌপদী' নিজের মহলে একাকী শুন্যের পানে চেয়েছিলেন। 


*ঠিক তখনই, "ভগবান শ্রীকৃষ্ণের" আগমন।* 


#দ্রৌপদী':* এ কি হয়ে গেল সখা? আমি তো এমনটা ভাবিনি !! 


#শ্রীকৃষ্ণ":* নিয়তি খুবই ক্রুর 'পাঁঞ্চালী'। তা কখনো আমাদের ভাবনার অনুরুপ চালিত হয় না ! নিয়তি আমাদের 'কর্মকে' পরিনামে বদলে দেয়। 


তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে আর, তুমি সফল হয়েছো 'দ্রৌপদী'।

তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। শুধু 'দুর্যোধন' আর 'দুঃশাসনই' নয়, সকল 'কৌরবরা' আজ সমাপ্ত। তোমার তো প্রসন্ন হওয়া উচিত...! 


#দ্রৌপদী':* সখা, তুমি আমায় স্বান্তনা দিতে এসেছো নাকি আমার কাটা ঘায়ে নুনের ছিটে ? 


#শ্রীকৃষ্ণ":* না দ্রৌপদী, আমি তো তোমাকে বাস্তবিকতা অবগত করাতে এসেছি। আমাদের কু-কর্মের পরিনামকে আমরা দূর-দূরান্ত পর্যন্তও দেখতে পাই না আর যেই, সেই কু-কর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না। তখন কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকে না। 


#দ্রৌপদী':* তবে কি, এই যুদ্ধের জন্য সম্পূর্ণ রূপে আমিই উত্তরদায়ী "মাধব" ?


#শ্রীকৃষ্ণ":* না 'দ্রৌপদী', তুমি নিজেকে এতো গুরুত্বপূর্ণ ভেবো না। 


কিন্তু, 


তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শীতা দেখাতে; তাহলে স্বয়ং তুমিও এতো কষ্ট কখনই পেতে না। 


#দ্রৌপদী':* আমি কি করতে পারতাম কৃষ্ণ ? 


*"তুমি অনেক কিছু করতে পারতে"।*


#শ্রীকৃষ্ণ":* যখন তোমার স্বয়ংবর হলো... তখন তুমি যদি 'কর্ণকে' নিচু জাতের নামে অপমানিত না করে প্রতিযোগিতায় অংশগ্রহণের একটি সুযোগ করে দিতে; হয়তো আজ পরিনাম কিছু অন্য হতো। 


এরপর, 


যখন 'কুন্তী' তোমায় পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন; তখন তুমি তা যুক্তিপূর্ণ ভাবে অস্বীকার করতে পারতে। তাহলেও আজ পরিনাম কিছু অন্য হতো ! 


এবং তারপর, 


তুমি নিজের মহলে 'দুর্যোধনকে' অপমানিত করলে ... 'অন্ধের পুত্র অন্ধ হয়' বলে। 

এ কথা না বল্লে হয়তো তোমার 'বস্ত্রহরণের' চেষ্টা হতো না... হয়তো পরিস্থিতিও আজ অন্য হতো। 


*"আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ"* 

  *"আমাদের 'কর্ম' হিসেবেই গণ্য হয়।"*


আর তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবেচিন্তে বলা অত্যন্ত জরুরি; অন্যথায় তার 'দুঃষ্পরিনাম' শুধু নিজের উপর বর্তায় এমন নয়; পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যকেও প্রভাবিত করে; আমাদের দুঃখি করে তোলে।


এই সংসারে মানুষই কেবল একমাত্র প্রাণী যার, বিষ তাঁর শুধু দাতেঁই নয়; বরং তাঁর শব্দেই বেশি প্রকাশ পায়। 


# তাই, "ভগবান শ্রীকৃষ্ণ" বলেছেন:-

*"তোমার কর্ম ফলের জন্য তুমিই দায়ী"।* 


#এমন_শব্দ_প্রয়োগ_থেকে_বিরত_থাকুন;

#যা_অন্যের_ভাবাবেগকে_আঘাত_করে।।


🚩 *"জয় জয় শ্রীকৃষ্ণ"* 🚩

Post a Comment

0 Comments