"শ্রীল প্রভুপাদ লীলামৃত!"
-------------------------------------
"এই সমস্ত পেপসি-কোলা,কোকা-কোলা এগুলো কি?"
---------------------------------------------------
শ্রীনিকেতন দাস:--একদিন সকালে হাঁটা পথে আমরা সমুদ্র-সৈকত ধরে যাচ্ছিলাম। এটা খুব অন্তরঙ্গ ছিল কারণ সেখানে খুব কম ভক্তগণ ছিলেন এবং প্রভুপাদ খুব স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন।এক জায়গায় প্রভুপাদ একটি বেঞ্চের উপর বসে পড়েছিলেন এবং পুস্ত কৃষ্ণ মহারাজ তাঁর গায়ে চাদর জড়িয়ে দিয়েছিলেন যাতে প্রভুপাদের আরাম বোধ হয় এবং সকল ভক্তবৃন্দ নিচে বালির উপর বসে পড়েছিলেন। পার্শ্ববর্তী বেঞ্চেই ছিল পেপসি-কোলা,কোকা-কোলা, সিগারেট এবং আরও বিভিন্ন প্রকার দ্রব্যের মোড়ক। প্রভুপাদ ওগুলি দেখতে পেয়ে বলেছিলেন,"এই সমস্ত পেপসি-কোলা, কোকা-কোলা এগুলো কি? আমরা এই সমস্ত ব্যবহার করি না।এই পেপসি-কোলা,কোকা-কোলা এই সবের প্রয়োজন কি? আমাদের আশ্রমে এর কোনো কিছু নেই এবং যাই হোক না কেন, আমরা সকলেই খুব খুশি। তিনি আরও বলেছিলেন,"যারা এই সমস্ত ধরনের জিনিস প্রস্তুত করে এবং বিঞ্জাপন দেয় যাতে মানুষ কিনে খায়,তারা এইভাবে সমাজকে ইন্দ্রিয় তৃপ্তির মায়াজালে বিভ্রান্ত করে তোলে এবং যেহেতু জনগণ ইন্দ্রিয় তৃপ্তি করতে চায় তাই তারা অসুস্থ হওয়া না পর্যন্ত এই সমস্ত আবর্জনা ক্রয় করতে থাকে।"
0 Comments