"প্রভুপাদ লীলামৃত।"
---------------------------------
"রিক্সা চালকের সহিত প্রভুপাদের দর কষাকষি।"
সতধন্য মহারাজ:-
--------------------------
ভারতে, প্রভুপাদ যখন ভ্রমণ করে বেড়াতেন, তাঁর পাশ্চাত্য দেশের শিষ্যরা যাতে প্রতারিত না হন তার জন্য তিনি স্বয়ং ব্যবসায়ী এবং মজদুর- দের সাথে সরাসরি কথা বলতেন। একদিন কয়েকজন ভক্তের সহিত মায়াপুর মন্দির থেকে বেরিয়ে প্রভুপাদ একজন রিক্সাচালক- কে জিঞ্জাসা করেছিলেন নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য ভাড়া কত দিতে হবে। রিক্সা চালক দুই টাকা ভাড়া চেয়েছিল। প্রভুপাদ তাকে বলেছিলেন এটা অনেক বেশি। প্রভুপাদ বলেছিলেন ,"তুমি কেন এত বেশি ভাড়া চাইছো? আমরা প্রচার করতে বেড়িয়েছি, সমগ্র বিশ্ব থেকে ভক্তদের নিয়ে এসেছি।"কিন্তু রিক্সা চালক বলেছিল দুই টাকাই ভাড়া লাগবে। প্রভুপাদ মাথা উঁচু করে তাঁর ভক্তদের দিকে তাকিয়ে বলেছিলেন,"আমরা হেঁটেই যাব।"সেই পদযাত্রা কয়েক মাইল ছিল। কিন্তু প্রভুপাদ অবিচল হয়ে হাঁটতে শুরু করেছিলেন এবং তাঁর শিষ্যরা তাঁকে অনুসরণ করেছিলেন। কয়েক মুহূর্তের জন্য তাঁর চলার গতি দ্রুত ছিল যতক্ষন পর্যন্ত না সেই একই রিক্সা চালক রিক্সা নিয়ে প্রভুপাদের সম্মুখে এসে থামে। কোন কথা না বলে প্রভুপাদ রিক্সায় উঠে পড়লেন এবং এক টাকা ভাড়া দিয়ে বিজয়ী হয়ে চলে গিয়েছিলেন।
0 Comments