কৃষ্ণকে ভোগ নিবেদন পদ্ধতি প্রয়োজনীয় উপকরনঃ

         ১) তিনটি আচমন পাত্র (নিজের, গুরুদেবের, ভগবানের)

         ২) দুটি আসন (গুরুদেবের ও ভগবানের)

         ৩) ১টি বিসর্জন পাত্র

         ৪) ঘণ্টা

         ৫) কিছু পুস্প

         ৬) কিছু তুলসি পত্র 

         ৭) ২টি রুমাল (মুখ মোছার জন্য)


প্রথমে নিজে পরিশুদ্ধির জন্য আচমন করবেন,, ,,,

নিজ আচমন পদ্ধতিঃ

নিজের আচমন পাত্রে জল নিয়ে মধ্যমা আঙ্গুলি দ্বারা স্পর্শ করে মন্ত্র উচ্চারন পুর্বক শোধন করুন। 

     ওঁ গঙ্গে চ যমুনাচৈব গোদাবরী সরস্বতী।

     নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন্ সন্নিধিং কুরুম্।।

((একইভাবে গুরুদেবের ও ভগবানের আচমনপাত্রের জলও শোধন করুন। ভগবানের জলপাত্রে তুলসি ও ফুল দিন।))


তারপর বামহাতে পবিত্রজল ছিটিয়ে বলুন "ওঁ বিষ্ণুবে নমঃ" এবং ডানহাতে জল ছিটিয়ে বলুন "ওঁ গোবিন্দায় নমঃ"ডানহাতে জল নিয়ে ঠোঁট স্পর্শ করে বলুন

 "ওঁ কেশবায় নমঃ"

জল দিয়ে হাত শুদ্ধ করে আবার পবিত্রজল ঠোঁটে স্পর্শ করে বলুন,,,

"ওঁ নারায়নায় নমঃ"

একইভাবে আবার জল ঠোঁটে স্পর্শ করে বলুন,,,

"ওঁ মাধবায় নমঃ"

এরপর কিছু জল মাথায় ছিটিয়ে দিন এবং হাতজোর করে প্রার্থনা করুন,,, 

ওঁ তদ্ বিষ্ণো পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ঃ 

দিবিব চক্ষুরাততম্।

যদ্ বিপ্রাসো বিপন্নাব জাগ্রিবাংশ সমিন্ধতে।

বিষ্ণো যৎ পরম পদম্।

এরপর মাটিতে প্রনাম করে ভোগমন্দিরে প্রবেশ করুন এবং ভোগ গুলো ভগবানের সামনে রাখুন।


শ্রীগুরুদেবকে আচমন পদ্ধতিঃ

ভোগ নিবেদনের পুর্বে গুরুদেবের চরনে ফুল দিয়ে বলুন,,,,

শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদঃ।

ব্রজানন্দ প্রদানন্দ সেবায়াং মাং নিয়োজয়ঃ।।

এখন গুরুদেবের জন্য একটি আসন দিন। আসনে ১টি ফুল দিয়ে বলুন,,,

"ইদম্ আসনম্ ওঁ গুরুবে নমঃ"

তারপর গুরুদেবের আচমনপাত্র থেকে জল গুরুদেবকে দেখিয়ে বলুন,,,(ঘণ্টা নাড়বেন)

"এতদ্ পাদ্যম্ ওঁ গুরুবে নমঃ"

"ইদং অর্ঘ্যম্ ওঁ গুরুবে নমঃ"

"ইদং আচমনীয়ম্ ওঁ গুরুবে নমঃ"


ভোগ শুদ্ধিকরন পদ্ধতিঃ

ভগবানের আচমন পাত্র হতে শুদ্ধজল সমস্ত ভোগের উপর ছিটিয়ে দিন এবং বলুন,,,

"ওঁ অস্ত্রায় ফট্"

((যদি মুদ্রা জানা থাকে তবে ৪টি মুদ্রা ভোগের উপর দেখান,,,১) চক্র মুদ্রা ২) গালিনী মুদ্রা ৩) ধেনু মুদ্রা ৪) মৎস্য মুদ্রা))

এখন সমস্ত ভোগের উপর তুলসিপত্র দিন।


ভগবানকে আচমন পদ্ধতিঃ

ভগবানের জন্য ১টি আসন দিন। আসনে কিছু ফুল ও ১টি তুলসি দিয়ে,, বলুন,,,,

"ইদং আসনম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

"ইদং আসনম্ শ্রী রাধিকায় নমঃ"

এখন ভগবানের আচমনপাত্র থেকে জল নিয়ে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে বলুন,,,,(ঘণ্টা নাড়বেন)

"এতদ্ পাদ্যম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

"ইদং অর্ঘ্যম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

"ইদং আচমনীয়ম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

একইভাবে রাধারানীকে নিবেদন করুন।

"এতদ্ পাদ্যম্ শ্রীরাধিকায় নমঃ"

"ইদং অর্ঘ্যম্ শ্রীরাধিকায় নমঃ"

"ইদং আচমনীয়ম্ শ্রীরাধিকায় নমঃ"


ভোগ নিবেদন পদ্ধতিঃ,,,,,

এবার ভোগের পাত্রে হাত স্পর্শ করে (গ্রাস মুদ্রা) বলুন,

"ইদং নৈবদ্যং পানীয়জলং ওঁ কৃষ্ণায় নমঃ"

"ইদং নৈবদ্যং পানীয়জলং শ্রীরাধিকায় নমঃ"

এখন হাতজোর করে গুরুদেবকে মনে মনে বলুন, তিনি যেন শ্রীরাধামাধব কে এই ভোগ নিবেদন করেন,।


এবার ঘন্টা নাড়তে নাড়তে নিচের মন্ত্রগুলি প্রত্যেকটি

৩ বার করে উচ্চারন করুন,,,,,,

১) গুরু মহারাজের প্রনাম (৩ বার)

২) শ্রীল প্রভুপাদ প্রনাম (৩ বার)

৩) শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রনাম (৩ বার)

৪) কৃষ্ণ প্রনাম (৩ বার)

তারপর করজোড়ে দৈন্যভাব সহকারে রাধামাধবের চরনে প্রার্থনা করুন যাতে তারা এই ভোগ গ্রহন করেন।

ভোগ মন্দিরের বাইরে এসে প্রনাম করুন এবং ১০ মিনিট অপেক্ষা করুন। জপ করতে পারেন।


ভোগ সরানোর পদ্ধতিঃ,,,,,,

হাতে ৩বার তালি দিয়ে ভোগমন্দিরে প্রবেশ করুন।

ভগবানের আচমনপাত্র থেকে জল নিয়ে বলুন,,

             ( ঘণ্টা নাড়তে নাড়তে) 

" ইদং হস্তমুখ প্রক্ষালনম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

" ইদং হস্তমুখ প্রক্ষালনম্ শ্রীরাধিকায় নমঃ"

" ইদং আচমনীয়ম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

" ইদং আচমনীয়ম্ শ্রীরাধিকায় নমঃ"

" এতদ্ পাদ্যম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

" এতদ্ পাদ্যম্ শ্রীরাধকায় নমঃ"


এখন হাতে রুমাল নিয়ে বলুন,,,,,

" ইদং মুখবাসম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

" ইদং মুখবাসম্ শ্রীরাধকায় নমঃ"

রাধামাধবকে তাম্বূল প্রদান করুন( মানসিকভাবে)

এবং বলুন,,,,,

" ইদং তাম্বূলং ওঁ কৃষ্ণায় নমঃ"

" ইদং তাম্বূলং শ্রীরাধকায় নমঃ"

এখন ভগবানকে সিংহাসনে ফিরে যেতে বলুন,,,

" ইদং রত্নসিংহাসনম্ ওঁ কৃষ্ণায় নমঃ"

" ইদং রত্নসিংহাসনম্ শ্রীরাধকায় নমঃ"


এখন মহাপ্রসাদ গুরুদেবকে নিবেদন করুন,,,,,

" ইদং মহাপ্রসাদম্ ওঁ গুরুবে নমঃ"

" ইদং মহাপ্রসাদম্ ওঁ পরম গুরুবে নমঃ"

" ইদং মহাপ্রসাদম্ সর্ববৈষ্ণবেভ্যৈ নমঃ"

" ইদং মহাপ্রসাদম্ সর্বসখীভ্যৈ নমঃ"

১ মিনিট চোখ বন্ধ করে গুরুদেবকে স্মরন করুন।


 এবার শ্রীগুরুদেবের আচমনপাত্র হতে জল নিয়ে 

বলুন (ঘণ্টা নাড়ুন),,, 

" ইদং হস্তমুখ প্রক্ষালনম্ ওঁ গুরুবে নমঃ"

" ইদং আচমনীয়ম্ ওঁ গুরুবে নমঃ"

" এতদ্ পাদ্যম্ ওঁ গুরুবে নমঃ"

হাতে রুমাল দেখিয়ে বলুন,,,,

" ইদং মুখবাসম্ ওঁ গুরুবে নমঃ"


এবার শ্রীগুরুদেবকে আসনে ফিরে যেতে বলুন,,,

"ইদং রত্নআসনম্ ওঁ গুরুবে নমঃ"

,

এরপর মহাপ্রসাদ বাইরে বের করুন এবং ঔ স্থানটি মুছে দিন।


ধর্মীয় তথ্য পেতে " পেইজটিতে লাইক দিয়ে সাথে থাকবেন।

হরিবোল।।

Post a Comment

0 Comments