ঘাসফড়িং ও পেঁচা

পেঁচা দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জেগে থাকে। এক পেঁচা দিনের বেলা তার গর্তে আরাম করে ঘুমাচ্ছিল। গাছের নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ঘাসফড়িং মজা করে গান করছিল। কিন্তু তাতে পেঁচার ঘুমের খুব ব্যাঘাত হচ্ছিল। সে ঘাসফড়িংকে থামতে বলল কিন্তু ঘাসফড়িং তার কথা কানেই তুলল না। সে আগের মতোই চিৎকার করে গাইতে লাগল। একটু পর পেঁচা বলতে লাগল, 'ভাই, তুমি তো খুব সুন্দর গান করো। তুমি কি আসবে আমার গর্তে? দুজনে মিলে সুন্দর গান করব।' বোকা ঘাসফড়িং পেঁচার তোষামোদ বুঝতে পারল না। সে খুশিতে নাচতে নাচতে ঢুকে পড়ল পেঁচার গর্তে। সাথে সাথে পেঁচা তাকে খেয়ে আবার ঘুমিয়ে পড়ল।


শিক্ষাঃ চাটুকারিতা সত্যিকারের প্রশংসা নয়।

প্রকৃত প্রশংসা করা উচিত যার কৃপায় আজকের শত প্রতিকূলতার মধ্যেও বাচিয়ে রাখছে যিনি, তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ।তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বরুপ তার দিব্য নাম কীর্তন করা উচিত।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Post a Comment

0 Comments