★ভগবান একজন হলে, তিনি কে? কে সেই পরমেশ্বর ভগবান??


উত্তরঃ ঈশ্বর তিনি যিনি কোন কিছু কে নিয়ন্ত্রণ করছেন।।দেব দেবীরা এক এক জন, এক এক কিছু নিয়ন্ত্রণ করছেন ভগবানের নির্দেশে।।তাই দেব-দেবীরা এক এক জন ঈশ্বর। যেমন, বৃষ্টির ঈশ্বর/নিয়ন্তা ইন্দ্র। বিদ্যার ঈশ্বর/নিয়ন্তা মা সরস্বতী।


আপনার আমার বাবা আমাদের পরিবারের ঈশ্বর, কারন তিনি আমাদের পরিবার কে নিয়ন্ত্রণ করছেন।। 


দেব-দেবীরা হচ্ছেন এক এক জন "ঈশ্বর"।দেব-দেবীদের যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন দেবাদীদেব মহাদেব।মহাদেব কে বলা হয় "মহেশ্বর"।মহেশ্বর যার দারা নিয়ন্ত্রিত তিনি হচ্ছেন "পরম-ঈশ্বর"। পরমেশ্বর হচ্ছেন.. রাম,নারায়ণ,বিষ্ণু,মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, বলরাম, বুদ্ধ (যুগে যুগে ভগবান যে অবতীর্ণ হন তারা ভগবান থেকে অভিন্ন)।কিন্তু এই অবতার-দেরও যিনি অবতরী, যার থেকে সবাই এসেছেন,, সে হচ্ছে "পরাৎপর-ঈশ্বর" ভগবান শ্রীকৃষ্ণ।।।


সেই কথাই শাস্ত্রে বলেছেন,


"এতে চাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম ।"


অর্থাৎ “ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারদের অংশ অথবা কলা । কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান ।”


পরম-বৈষ্ণব শিব মাতা পার্বতীকে বলছেন, 

 "আরাধনানাং সর্বেষাং বিষ্ণোরারাধনাং পরম"


অর্থাৎ সমস্ত রকমের উপাসনার মধ্যে বিষ্ণুর(কৃষ্ণ) উপাসনা শ্রেষ্ঠ।


ব্রহ্মাজী বলেছেন,

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ।

অনাদিরঃ আদি গোবিন্দ, সর্বকারনঃকারনাম্।।


অর্থাৎ, কৃষ্ণই পরম ঈশ্বর, যাঁর বিগ্রহ সর্বদা আনন্দদায়ক। তিনি সকল অবতারেরও আদি, এবং সকল কারনের কারন।।


একটা কথা সব সময় মাথায় রাখবেন, ভগবান কখনো ভুল করতে পারে না।যদি ভুল মনে হয়, বুঝতে হবে আমাদের দৃষ্টি কোনের ভুল আছে।

এরপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে ভগবান কে নিয়ে,তাহলে বুঝতে হবে আপনি সেই ৪ প্রকার মানুষের মধ্যে আছেন যারা কখনো ভগবানের শরনাগত/জানতে পারে না।


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভবদগীতাতে বললেন,


ন মাং দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ।

মায়য়াপহৃতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ।।১৫।।


অনুবাদঃ মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবসম্পন্ন, সেই সমস্ত দুস্কৃতকারীরা কখনও আমার শরণাগত হয় না।(গীতা-৭/১৫)


নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ। 

মূঢ়োহয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্।।২৫।।


অনুবাদঃ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনও প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই, তাঁরা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না।(গীতা-৭/২৫)


ভগবান বলছেন তোমার কাছে আমি প্রকাশিত হই না।।তাহলে আপনি জানবেন কী করে??


তাই আসুন শাস্ত্র অনুমোদিত সাধু সঙ্গে যুক্ত হই, যারা কৃষ্ণ কে জানতে পেরেছেন।। তাদের শরণাপন্ন হয়ে শাস্ত্র অধ্যায়ন করি,নিজের আর দূর্লভ এই মানব জীবন কে ধন্য করি।।


🙏🏽হরে কৃষ্ণ🙏🏽

Post a Comment

0 Comments