🚌 বাস  🚌


এক লোক জীবনে প্রথমবার নিজের গ্রাম থেকে শহরে যাবার জন্যে বাসে উঠেছে। ড্রাইভার এর পাশের সীটে কন্ডাক্টর তাকে বসার জায়গা করে দেয়।🙂😊


বিরাট বাসটাকে ড্রাইভার কি দারুণ দক্ষতার সঙ্গে চালাচ্ছে, লোকটি অবাক হয়ে সারাক্ষণ তাইই দেখতে থাকে...! 😯😯


প্রায় তিন ঘন্টা পরে বাসটাকে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে থামানো হয়, সবাই ফ্রেশ হয়ে খাবার-দাবার খাবে বোলে। অন্য সকলের সাথে ড্রাইভার এবং কন্ডাক্টরও বাস থেকে নেমে রেস্টুরেন্টে যায়।🍛🍜


কিছুক্ষণ পর লোকজন সবাই ফিরে এসে আবার বাসে উঠে বসে। সবার শেষে ড্রাইভার বাসে এসে তার সীটে বসে দেখে, গিয়ার বদলাবার লোহার রডটা জায়গা মতো নেই। রাগে, চিৎকার করে উঠে ড্রাইভার, "আরে, এখান থেকে গিয়ার বদলের রডটা কোথায় গেল..! ?🧐😡


ওই গ্রাম্য লোকটি -যে ড্রাইভার এর সীটের পাশেই বসেছিল, সে একগাল হেসে খুব নম্র স্বরে বলল, "রাগ করবেন না ড্রাইভার সাহেব! আমি লক্ষ্য করছিলাম, আপনি বাস চালাবার সময় বারবার ওই রডটাকে টেনে বের করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই পারছিলেন না। ওটাকে শুধুমাত্র খানিকটা নাড়িয়ে আপনি প্রত্যেকবারই হাল ছেড়ে দিচ্ছিলেন। একটু আগে আপনারা যখন রেস্টুরেন্টে ঢুকেছিলেন, আমি সেই সময় নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ওটাকে টেনে বের করে দিয়েছি -এই যে সেই রড..!"😁🤭


এখন এই ভদ্রলোক কে কি করা উচিত🙅‍♂️🙅‍♂️


*Shahadat hosen shawon*🙋‍♂️

Post a Comment

0 Comments